এ কৌশল ব্যবহার করে ব্যাটারিতে সহজেই ছোট পরিসরে বিভিন্ন সহজলভ্য উপাদান যোগ করা যায়, যার ফলে ব্যাটারির কার্যকারিতায় নাটকীয় পরিবর্তন চলে আসে।
Published : 04 May 2024, 05:34 PM
‘ডোপিং’ নামের এক প্রক্রিয়ার মাধ্যমে সাশ্রয়ী ও বেশি সক্ষমতাওয়ালা ব্যাটারি তৈরির নতুন এক উপায় খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা।
এ কৌশল ব্যবহার করে ব্যাটারিতে সহজেই ছোট পরিসরে বিভিন্ন সহজলভ্য উপাদান যোগ করা যায়, যার ফলে ব্যাটারির কার্যকারিতায় নাটকীয় পরিবর্তন চলে আসে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
গোটা বিশ্বই ব্যপকভাবে লিথিয়াম-আয়ন ব্যাটারির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যেখানে মোবাইল ফোন থেকে গাড়ি এমনকি বিদ্যুৎ সংরক্ষণের বেলাতেও এর ব্যবহার দেখা গেছে। তবে, এমন ব্যাটারিতে বেশ কিছু সমস্যা থাকে, যার মধ্যে রয়েছে বিরল ও দামী উপাদানের ওপর ব্যপক নির্ভরশীলতার বিষয়টি।
গবেষকরা আশা করছেন, ব্যাটারির ক্যাথোডে এর পরিবর্তে আরও কার্যকর ও টেকসই উপাদান ব্যবহারের মাধ্যমে এর সমাধান করা যেতে পারে। ক্যাথোড ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ইলেকট্রন আদান প্রদানের প্রক্রিয়া ঘটে থাকে। আর এ ঘটনার বেলাতেই বেশিরভাগ বিপত্তি দেখা যায়।
গত বছর গবেষকরা ঘোষণা দিয়েছিলেন, তারা ব্যাটারির ক্যাথোডের জন্য নতুন এক উপাদান খুঁজে পেয়েছেন, যেখানে উচ্চমাত্রার লোহা ও অক্সিজেন বিক্রিয়া ব্যবহারের সুযোগ মেলে। তবে এতে সমস্যাও দেখা গেছে। সেটি হল, এ ধরনের ব্যাটারি চার্জ দেওয়ার পর সেগুলোতে অক্সিজেন উৎপাদিত হত।
এখন গবেষকরা বলছেন, ‘ডোপিং’ প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যা নিরসন করা সম্ভব। আর এতে করে নতুন প্রযুক্তিটিকে কাজে লাগানো যাবে।
“আমরা খুঁজে পেয়েছি, এ চক্রাকার প্রক্রিয়ার কার্যকারিতা ব্যপক হারে বাড়ানো যেতে পারে। এজন্য ক্যাথোডের স্ফটিক কাঠামোতে ডোপিং প্রক্রিয়ার মাধ্যমে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস ও সালফারের মতো সহজলভ্য উপাদান ছোট পরিসরে যোগ করতে হয়,” বলেন জাপানের হোক্কাইদো ইউনিভার্সিটি’র গবেষক হিরোয়াকি কোবাইয়াশি।
এ কাজের বিস্তারিত উল্লেখ রয়েছে ‘টুওয়ার্ড কস্ট-ইফেক্টিভ হাই-এনার্জি লিথিয়াম-আয়ন ব্যাটারি ক্যাথোডস: কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন এমপাওয়ার্স সলিড-স্টেট অক্সিজেন রেডক্স ইন অ্যান্টিফ্লুওরাইট-টাইপ লিথিয়াম-রিচ আয়রন অক্সাইড’ শীর্ষক গবেষণাপত্রে, যা প্রকাশ পেয়েছে পিয়ার রিভিউড জার্নাল ‘এসিএস ম্যাটেরিয়ালস লেটার্স’-এ।