আগুনে জেনারেটর কক্ষের সিলিং ও কিছু তার পুড়ে গেছে।
Published : 18 May 2024, 11:43 AM
রাজধানীর কারওয়ান বাজারে হোটেল লা ভঞ্চির জেনারেটর কক্ষ আগুনে পুড়ে গেছে।
তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তেজগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার নাজিম উদ্দিন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, হোটেলের জেনারেটর কক্ষে শনিবার সকাল দশটা ১৭ মিনিটে আগুন লাগে এবং ১০টা ৪৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনা হয়।
নাজিম উদ্দিন বলেন, “আগুনে ওই কক্ষের সিলিং এবং কিছু তার পুড়ে গেছে। আশপাশে কিছু মালামাল ছিল, সেসব সরিয়ে ফেলায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে ধারণা তার।