Published : 12 Jan 2024, 09:44 AM
কুকুর নিচু লয়ের গান উপভোগ করে-- এমনই উঠে এসেছে নতুন এক গবেষণায়।
জাপানি স্টার্টআপ মিউজিক স্ট্রিমিং কোম্পানি ‘ওয়ান বাই ওয়ান মিউজিক’-এর দাবি, কুকুরকে শান্ত করার রহস্য আবিষ্কৃত হয়েছে তাদের গবেষণায়।
রহস্যটি হল— ‘এআই জেনারেটেড ডাউনটেম্পো মিউজিক’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি নিচু লয়ের গান। আর এটি মানুষের আদরের পোষ্য কুকুরের স্ট্রেস বা মানসিক চাপ ৮৪ শতাংশ কমিয়ে দিতে পারে বলে দাবি করেছেন কোম্পানির মুখপাত্ররা।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা ‘সিইএস’-এ স্টার্টআপ কোম্পানিটি তারই নমুনা দেখিয়েছে। এতে দেখা যায়, কুকুরদের মানসিক চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত গান।
মহামারীর সময় যারা কুকুর কিনেছিলেন, সেসব কুকুরের মানসিক স্বাস্থ্য নিয়ে নিজস্ব উদ্বেগের বিষয়টিও জানিয়েছে কোম্পানিটি।
তাদের মতে, মহামারীর সময় বিশ্বের বেশিরভাগ মানুষই বাড়িতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। সে সময় পরিবারের সদস্যরাও ঘরের পোষ্য কুকুরকে বেশি সময় দিতে পেরেছেন। তবে, এখন পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা কাজে ফেরার পাশাপাশি শিশুরাও স্কুলে যেতে শুরু করেছে। ফল, একা হয়ে যাচ্ছে কুকুরটি। একইসঙ্গে এই একাকীত্ব কুকুরের ওপরও মানসিক চাপ সৃষ্টি করে।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট বলেছে, এ কারণেই গবেষণাটি চালিয়েছে কোম্পানিটি।
এ প্রক্রিয়া ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে ‘ওয়ান বাই ওয়ান মিউজিক’ সাইটের গ্রাহক সেবা কিনতে হয়, যেখানে পোষ্য কুকুরটি দূরে থাকলেও তার কানে সাইটে থাকা নিচু লয়ের গান পৌঁছাবে।
এ গ্রাহক সেবা পেতে প্রতি মাসে গুণতে হবে ছয় দশমিক ৭০ ডলার। একে সাশ্রয়ী মূল্যে আদরের কুকুরকে খুশি রাখার সবচেয়ে কার্যকর উপায় হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।