আইপিএল
Published : 03 May 2025, 07:06 PM
সময়ের সেরা পেসার জাসপ্রিত বুমরাহর সঙ্গে একটু কথা বলে, তার থেকে পরামর্শ নেওয়ার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। সতীর্থ কিংবা প্রতিপক্ষের ক্রিকেটার, কাউকে নিরাশ করেন না তিনিও। সম্প্রতি যেমন আইপিএলের ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের তুষার দেশপান্ডেকে বল হাতে ভালো করার মন্ত্র দেন বুমরাহ।
গত বৃহস্পতিবার রাজস্থানের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ১০০ রানের জয়ের ম্যাচে চমৎকার বোলিংয়ে ১৫ রান দিয়ে ২ শিকার ধরেন বুমরাহ। ম্যাচ শেষে তার সঙ্গে কথা বলতে দেখা যায় তুষার দেশপান্ডেকে। এই দুইজনের সঙ্গে ছিলেন রাজস্থানের কিপার-ব্যাটসম্যান ধ্রুব জুরেলও।
ওই ম্যাচে অবশ্য দলে ছিলেন না দেশপান্ডে। ম্যাচের পরে তার সঙ্গে বুমরাহর কথোপকথনের একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাজস্থান রয়্যালস। ২৯ বছর বয়সী পেসারকে আগ্রাসী মনোভাব নিয়ে বোলিং করার পরামর্শ দেন ভারতের তারকা পেসার বুমরাহ।
“মানসিকতার দিক থেকে আমাদের আরেকটু আক্রমণাত্মক হতে হবে। এর মানে এই নয় যে, প্রতি ডেলিভারিতে স্টাম্প ভাঙার চেষ্টা করতে হবে। ভাবনাটা এমন হতে হবে, ‘আমি তোমাকে ভালো বল করব এবং আউট করব।’ ঠিক আছে, তুমি ছক্কা মারো, কয়টা মারবে? আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”
চলতি আইপিএলে এখন পর্যন্ত বল হাতে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেননি দেশপান্ডে। ৮ ম্যাচ খেলে কেবল ৬ উইকেট নিতে পেরেছেন তিনি, রান দিয়েছেন ওভারপ্রতি সোয়া ১১ করে।
চোটের কারণে আসরের শুরুতে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি বুমরাহ। তবে মাঠে ফিরে ছন্দ খুঁজে পেতে একদমই সময় লাগেনি তার। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে প্রায় সাত করে রান দিয়ে ১১ উইকেট নিয়েছেন তিনি।