বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 03 May 2025, 07:09 PM
ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয়ের পুনরাবৃত্তি লিগে করতে পারল না রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এবার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ত্রয়োদশ রাউন্ডে শনিবার দিনের অন্য ম্যাচে, আবারও হারের তেতো স্বাদ পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে বন্দরনগরীর দলটি।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জকে গোলশুন্য ড্রয়ে রুখে দেয় ব্রাদার্স। গত এপ্রিলের মাঝামাঝি ফেডারেশন কাপের ফাইনালে ওঠার দ্বিতীয় কোয়ালিফায়ারে পুরান ঢাকার দলটির কাছে ২-১ গোলে হেরেছিল ছিটকে গিয়েছিল ব্রাদার্স।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চট্টগ্রামের শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। ৩৩তম মিনিটে শুভ রাজবংশীর গোলে এগিয়ে যায় তারা। কিন্তু এরপর বেন ইব্রাহিমের জোড়া গোল ও সায়েম হোসেনের হেডে ফকিরেরপুল ইয়ংমেন্স এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফয়সাল আহমেদ বক্সের বাইরে থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করে লড়াই জমিয়ে তোলেন বটে; কিন্তু পরে চট্টগ্রাম আবাহনী পায়নি সমতায় ফেরা গোল। এ নিয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে দ্বাদশ হারের তেতো স্বাদ পেল তারা।
ত্রয়োদশ রাউন্ড শেষে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ, ১৯ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে পঞ্চম স্থানে। অষ্টম স্থানে থাকা ফকিরেরপুলের পয়েন্ট ১৩। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে চট্টগ্রাম আবাহনী।
৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। দ্বিতীয় স্থানে আবাহনীর পয়েন্ট ২৭।
২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শিরোপাধারী বসুন্ধরা কিংস।
লিগের বাকি আর ৫ রাউন্ডের খেলা।