গত বছর কোম্পানিটি ঘোষণা দেয়, নতুন ‘চিপ উৎপাদন কমপ্লেক্স’ তৈরির জন্য তারা মধ্য জার্মানির ম্যাগডেবার্গ শহরটি বেছে নিয়েছে।
Published : 12 Jun 2023, 05:56 PM
চিপ কারখানা নির্মাণের লক্ষ্যে ইনটেলের বাড়তি ভর্তুকি দাবি মানতে রাজি হননি জার্মানির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার।
রোববার ব্রিটিশ সংবাদপত্র ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে আসে, লিন্ডনার এর কারণ হিসেবে বলছেন, তার দেশ এক হাজার আটশ কোটি ডলার খরচের কারখানার জন্য বাড়তি ভর্তুকির খরচ বহন করতে পারবে না।
জার্মানিতে কারখানা স্থাপনের লক্ষ্যে ৬৮০ কোটি ইউরো (৭৩০ কোটি ডলার) সরকারী অনুদান পাওয়ার কথা ছিল কোম্পানিটির। তবে, বিদ্যুৎ ও নির্মাণ খরচ তুলনামূলক বেশি হওয়ায় এখন তারা এক হাজার কোটি ইউরো ( এক হাজার ৭৫ কোটি ডলার) দাবি করছে বলে প্রতিবেদনে লিখেছে সংবাদপত্রটি।
“বাজেটে এর জন্য কোনো অর্থ বরাদ্দ নেই।” --লিন্ডার সাক্ষাৎকারের উদ্ধৃতি প্রকাশ করেছে ফাইনান্সিয়াল টাইমস।
“আমরা এখন বাজেট বাড়াতে না, বরং কমিয়ে আনতে চাই।”
এই প্রসঙ্গে রয়টার্স ইনটেলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষনিক সাড়া মেলেনি।
গত বছর কোম্পানিটি ঘোষণা দেয়, নতুন ‘চিপ উৎপাদন কমপ্লেক্স’ তৈরির জন্য তারা মধ্য জার্মানির ম্যাগডেবার্গ শহরটি বেছে নিয়েছে। আর এটি কোম্পানির ইউরোপে আট হাজার আটশ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনার অংশ। এ ছাড়া, আয়ারল্যান্ডে একটি কারখানা, ইতালিতে একটি ‘প্যাকেজিং অ্যান্ড অ্যাসেম্বলি সাইট’ এবং ফ্রান্সে একটি নকশা ও গবেষণা কেন্দ্র স্থাপনও কোম্পানির পরিকল্পনায় আছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ইনটেল ছাড়াও তাইওয়ানের ‘টিএসএমসি’ ও যুক্তরাষ্ট্রের ‘উলফস্পিড’-এর মতো কোম্পানিগুলো ইউরোপে কারখানা নির্মাণের লক্ষ্যে সরকারী অনুদান খুঁজছে।