অ্যাপটি অনেকটা টুইটারের মতোই। স্ক্রল করে বার্তা দেখা, ছোট গোল ছবির ‘অ্যাভাটার’, এবং পোস্টে মন্তব্য, লাইক ও পুনরায় পোস্ট করার আইকন ও রয়েছে এ অ্যাপে।
Published : 16 Nov 2024, 02:20 PM
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ইলন মাস্ক মালিকানাধীন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ছাড়তে শুরু করেছেন অনেক ব্যবহারকারী। এর ফলে, অ্যাপল অ্যাপ স্টোরের শীর্ষে উঠে এসেছে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই।
এক্স-এর বড় দুই প্রতিদ্বন্দ্বী অ্যাপ হল ব্লুস্কাই ও মেটার থ্রেডস। আর মার্কিন নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিজয়ের পর দুটি অ্যাপই অ্যাপলের অ্যাপ স্টোরে এক ও দুই নম্বরে উঠে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
পূর্বে টুইটার নামে পরিচিত প্ল্যাটফর্ম এক্স ছেড়ে আসা বেশিরভাগ ব্যবহারকারীর অভিযোগ, অ্যাপের মালিক ট্রাম্পকে সমর্থন করার পাশাপাশি প্ল্যাটফর্মটি ব্যবহার করে রিপাবলিকান দলের নির্বাচিত প্রেসিডেন্টের পক্ষে প্রচারণা চালিয়েছেন।
নির্বাচনের ঠিক একদিন পর, অন্তত এক লাখ ১৫ হাজার মার্কিন ব্যবহারকারী তাদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করেছেন। আর এ সংখ্যা, এক্স-এ ইলন মাস্কের মালিকানায় অন্য যে কোনো দিনের তুলনায় অনেক বেশি বলে উঠে এসেছে ওয়েব ট্রাফিক মনিটরিং কোম্পানি সিমিলারওয়েব-এর এক রিপোর্টে।
কোম্পানিটির প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, “নির্বাচনের আগের সপ্তাহে এবং নির্বাচনের দিন শেষে ব্লুস্কাইয়ের ওয়েব ট্রাফিক ও দৈনিক সক্রিয় ব্যবহারকারী নাটকীয়ভাবে বেড়েছে।”
এক্স এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান জ্যাক ডরসি’র তৈরি অ্যাপ ব্লুস্কাই সম্প্রতি দেড় কোটির বেশি ব্যবহারকারী পেয়েছে, যা তিন মাস আগে এ প্ল্যাটফর্ম ব্যবহার করা মোট ব্যবহারকারীর দ্বিগুণেরও বেশি।
অ্যাপটি অনেকটা টুইটারের মতোই কাজ করে। স্ক্রল করে বার্তা দেখা, ছোট গোল ছবির ‘অ্যাভাটার’, এবং প্রতি পোস্টে মন্তব্য, লাইক ও পুনরায় পোস্ট করার আইকন ও রয়েছে এ অ্যাপে।
সাম্প্রতিক সময়ে প্রতিদিন হাজার হাজার মানুষ অ্যাপটি ব্যবহার করতে চাইছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্ডিপেনডেন্ট।
“গতকাল প্রায় পাঁচ লাখ নতুন মানুষ যুক্ত হয়েছে।” – অক্টোবরের ১৭ তারিখ বলেছে ব্লুস্কাই।
মার্কিন নির্বাচনের পর প্রতিদিন অন্তত এক লাখ মানুষ সাইন আপ করলেও অ্যাপটির এখনও অনেক দূর যাওয়া বাকি। এক্স ইউজার বেজের তুলনায় ব্লুস্কাই এখনও অনেক অপরিণত। অন্যদিকে, মেটার থ্রেডস অ্যাপের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর কেবল এক চতুর্থাংশ রয়েছে ব্লুস্কাইয়ের।
মার্ক জাগারবার্গের মেটা মালিকানাধীন থ্রেডস অ্যাপেও ট্রাম্প জেতার পর থেকে ক্রমবর্ধমান হারে মানুষ সাইন আপ করছে।
এদিকে, অ্যাপলের তৈরি সামগ্রিক অ্যাপের র্যাংকিংয়ে এক্স ২৭তম স্থানে রয়েছে। তবে, খবরের বিভাগে আছে এক নম্বরে। এ বিভাগেও নাম করা মিডিয়া কোম্পানি নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে-এর অ্যাপের সঙ্গে এক্স কে প্রতিযোগিতা করতে হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ইনডিপেন্ডেন্ট।