Published : 02 Jul 2024, 07:00 PM
বর্তমানে অ্যাপনির্ভর মেসেজিং পরিষেবাগুলোর মধ্য অন্যতম জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। এ অ্যাপের ব্যাকআপ ফিচার ব্যবহারকারীকে হারিয়ে ফেলা বার্তা, মিডিয়া ও স্টিকার খুঁজে পেতে এবং পুনরুদ্ধার করতে সাহায্য করে।
অ্যাপটির সঙ্গে গুগল অ্যাকাউন্ট যোগ করলে, ব্যবহারকারীর বেছে নেওয়া সময়ের বিরতিতে তার তথ্য ক্লাউডে আপলোড করা হয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
ভুলে চ্যাট হিস্ট্রি ডিলিট করে ফেললে, অ্যাপটি আনইনস্টল করলে বা নতুন অ্যান্ড্রয়েড ফোন সেটআপ করার সময় হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারটি কাজে আসে।
তবে, অনেক সময় খারাপ ইন্টারনেট সংযোগ অথবা ম্যানুয়াল সেটিং ব্যাকআপ ফিচারকে প্রভাবিত করতে পারে।
হোয়াটসঅ্যাপ কোথায় ব্যাকআপ সংরক্ষণ করে?
ব্যবহারকারী অনুমতি দিলেই কেবল হোয়াটসঅ্যাপ গুগল ড্রাইভে তথ্য সংরক্ষণ করে। ব্যবহারকারীর বেছে নেওয়া বিরতির ভিত্তিতে অ্যাপটি প্রতিদিন, সপ্তাহিক বা মাসিক ভাবে তথ্য ব্যাকআপ করে থাকে।
একই গুগল অ্যাকাউন্টে প্রতিটি ব্যাকআপ আগের তথ্যকে ‘ওভাররাইট’ বা প্রতিস্থাপন করে, তাই একাধিক ব্যাকআপ রাখতে পারবেন না এবং অনেক পুরনো তথ্য কিছু ক্ষেত্রে খুঁজে নাও পেতে পারেন।
তবে, কেউ একই হোয়াটসঅ্যাপে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করলে, এ সীমাবদ্ধতা এড়ানো সম্ভব।
তথ্য সংরক্ষণ করার জন্য একজন ব্যবহারকারীর নিয়মিত ব্যাকআপ করা উচিত। তা না হলে, গুগল পাঁচ মাস পরপর ড্রাইভ থেকে তথ্য মুছে ফেলবে। পাশাপাশি, হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারটি যেহেতু গুগল ড্রাইভের সঙ্গে সম্পর্কিত তাই স্টোরেজ সীমা অতিক্রম এড়াতে ব্যবহারের বিষয়ে সতর্ক হন।
চলুন জেনে নেওয়া যাক পিসি ও অ্যান্ড্রয়েড থেকে হোয়াটস অ্যাপের ব্যাকআপ খুঁজে পাওয়ার সহজ উপায়।
পিসি থেকে
১. প্রথম ওয়েব ব্রাউজার চালু করুন ও গুগল ড্রাইভে যান। অথবা “drive.google.com” - লিংক থেকেও অ্যাক্সেস করতে পারেন।
২. বাম দিকের সাইডবার থেকে স্টোরেজ বেছে নিন।
৩. ‘ব্যাকআপস’ অপশনটি বেছে নিন। এখানে হোয়াটসঅ্যাপ-এর ব্যাকআপ, ও শেষ কবে আপডেট করা হয়েছে সেটি দেখা যাবে।
৪. ব্যাকআপ-এর ওপরে দুবার ক্লিক করে অপশনগুলো দেখুন।
৫. ব্যাকআপ স্থায়ীভাবে মুছে ফেলতে ডিলিট ব্যাকআপ অপশনে ক্লিক করুন।
৬. ব্যাকআপ বন্ধ করে দিতে চাইলে ‘টার্ন অফ’ অপশনে ক্লিক করুন।
৭. ড্রাইভ থেকে হোয়াটসঅ্যাপ সংযোগ বিচ্ছিন্ন করতে, স্ক্রিনের ওপরের-ডান কোণায় সেটিংস আইকনে ক্লিক করুন ও ‘সেটিংস’ অপশন বেছে নিন।
৮. এরপর ‘ম্যানেজ অ্যাপস’ অপশনে ক্লিক করুন ও নিচে স্ক্রল করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অপশনটি বেছে নিন।
৯. ‘অপশনস’-এ ক্লিক করুন ও ‘ডিসকানেক্ট’ ফ্রম ড্রাইভ অপশনটি বেছে নিন।
অ্যান্ড্রয়েড থেকে
১. গুগল ড্রাইভ অ্যাপটি চালু করুন।
২. ‘হোম’ ট্যাব থেকে ওপরের বাম কোণায় মেনু আইকনে ক্লিক করুন।
৩. ‘ব্যাকআপস’ অপশনটি বেছে নিন। এখানে হোয়াটসঅ্যাপ-এর ব্যাকআপ, ও শেষ কবে আপডেট করা হয়েছে সেটি দেখা যাবে।
৪. ব্যাকআপ অপশনের পাশে থ্রি-ডট আইকনে ক্লিক করলে কিছু অপশন পাবেন।
৫. অপশনগুলো থেকে ব্যকআপ ডিলিট করতে অথবা পুরোপুরি বন্ধ করতে পারবেন। এখান থেকে ব্যাকআপ রিস্টোর ও করে নিতে পারবেন।