এ ব্যর্থতার ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করে মাস্ক লিখেছেন, “সাফল্য অনিশ্চিত হলেও বিনোদন কিন্তু নিশ্চিত!”
Published : 19 Jan 2025, 02:19 PM
স্পেসএক্সের সর্বশেষ স্টারশিপ রকেট মাঝ আকাশে বিস্ফোরিত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ।
স্পেসএক্সের এই তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ইালন মাস্কের কোম্পানিটির সকল স্টারশিপ মিশন স্থগিত রাখার নির্দেশ নিয়ন্ত্রক সংস্থাটি দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ব্লগ পোস্টে স্পেসএক্স বলেছে, বিস্ফোরণের আগে পরিকল্পনা অনুযায়ীই হচ্ছিল উৎক্ষেপণ। স্টারশিপ সফলভাবে লঞ্চ প্যাড থেকে বেরিয়ে আসে ও রকেটের বিভিন্ন বুস্টারও ধরতে সক্ষম হয়। তবে উৎক্ষেপণের কেবল সাড়ে আট মিনিটের মাথায় স্টারশিপ মহাকাশযানটি বিস্ফোরিত হয়।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, এ আকস্মিক বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকাকে ‘ধ্বংসাবশেষ উদ্ধার অঞ্চল’ ঘোষণা করেছে এফএএ। পাশাপাশি ঘটনার কাছাকাছি বিভিন্ন ফ্লাইটকে ধীর বা অন্যদিকে ঘুরিয়ে দেয় কর্তৃপক্ষ। ফলে একাধিক এয়ারলাইনের ফ্লাইট মারাত্মকভাবে বিলম্বিত হয়েছে।
এফএএ এক বিবৃতিতে বলেছে, এই বিস্ফোরণের ধ্বংসাবশেষ ধসে কেউ আহত হননি। তবে ‘টার্কস অ্যান্ড কায়কোস’ দ্বীপপুঞ্জে সরকারি সম্পত্তির ক্ষতির প্রতিবেদন তৈরিতে কাজ করছে’ তারা।
এ আকস্মিক বিস্ফোরণ নিয়ে স্পেসএক্স যে তদন্ত করবে তা কেবল বিস্ফোরণের কারণই নয়, বরং এমন ঘটনা যাতে আবার না ঘটে তার জন্য কোম্পানির কী সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া উচিত তাও নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।
স্পেসএক্স বলছে, “প্রাথমিক তথ্য উপাত্তে রকেটের পেছনের অংশে আগুন লাগার ইঙ্গিত মিলেছে।”
এদিকে, এ ব্যর্থতার ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করে মাস্ক লিখেছেন, “সাফল্য অনিশ্চিত হলেও বিনোদন কিন্তু নিশ্চিত!”
Success is uncertain, but entertainment is guaranteed! ✨
— Elon Musk (@elonmusk) January 16, 2025
স্টারশিপের এমন বিস্ফোরণ এটিই প্রথম নয়। এর আগে অনেকবার এমন বিস্ফোরণের মুখে পড়েছ স্পেসএক্সের বুস্টার ও স্টারশিপ মহাকাশযান। তবে বিভিন্ন সুপার হেভি বুস্টার ধরা ও তা পুনঃব্যবহার প্রযুক্তিতে উন্নতি করছে কোম্পানিটি।
১৬ জানুয়ারি এই সর্বশেষ বিস্ফোরণের আগে তাদের প্রথম সফল সুপার হেভি বুস্টারটি নাটকীয়ভাবে ধরেছিল ২০২৪ সালের অক্টোবরে। সেবারই প্রথম সফলভাবে এ রকেটের সুপার হেভি বুস্টারকে উৎক্ষেপণ প্যাডে নিরাপদে অবতরণ করাতে পেরেছে স্পেসএক্স।