এ ঘটনার পর বাইটড্যান্সের অফিসে ১৭টি অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন, একটি গণদূষণরোধী যান এমনকি ‘সিঙ্গাপুর সিভিল ডিফেন্স’ বাহিনীও পাঠানো হয়েছে।
Published : 02 Aug 2024, 01:18 PM
টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্সের সিঙ্গাপুর দপ্তরের বেশ কিছু কর্মী ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন।
এতে অন্তত ৬০ জন কর্মীর দেহে পাকস্থলী ও অন্ত্রজনিত রোগের বিভিন্ন লক্ষণ দেখা গেছে, যার মধ্যে রয়েছে পেটে ব্যাথা, ডায়রিয়া ও বমি। এমনকি এর মধ্যে ৫৭ জনকে হাসপাতালেও যেতে হয়েছে।
এ বিষয়ে বাইটড্যান্স ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে বলেছে, তারা এ ঘটনা নিয়ে তদন্ত করছে।
সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুসারে, এ ঘটনার পর বাইটড্যান্সের অফিসে ১৭টি অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন, একটি গণদূষণরোধী যান এমনকি ‘সিঙ্গাপুর সিভিল ডিফেন্স’ বাহিনীও পাঠানো হয়েছে।
“আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এটি নিয়ে কাজ করছি,” স্কাই নিউজকে বলেন বাইটড্যান্সের এক মুখপাত্র।
“আমরা কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখি।”
তারা আরও বলেছে, ‘আক্রান্ত সকল কর্মীকে সমর্থনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি, যার মধ্যে রয়েছে বিভিন্ন জরুরি সেবার সঙ্গে কাজ করে তাদের চিকিৎসার বিষয়টিও।”
বাইটড্যান্স চীনে প্রতিষ্ঠিত হলেও এর সদর দপ্তর সিঙ্গাপুরে।