Published : 31 May 2024, 12:04 PM
টিনএজারদের হয়রানির বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে দুটি সেইফটি ফিচারের আওতা বাড়াচ্ছে ইনস্টাগ্রাম।
টিএনজারদের বিরুদ্ধে সম্ভাব্য বুলিয়িং ঠেকানোর উপায় হিসেবে কীভাবে অ্যাপটিকে সীমিত ও সীমাবদ্ধ করা যায় তার পরিবর্তন আনছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটি। এতে করে প্রতিশোধ নেওয়ার আশঙ্কা কমে আসবে বলে দাবি করেছে এই প্ল্যাটফর্ম।
এইসব পরিবর্তনের সঙ্গে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের বিভিন্ন পোস্ট কেবল ‘কাছের বন্ধুদের’ মধ্যে ‘সীমাবদ্ধ’ করার সক্ষমতা পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
এর মানে, শুধু কাছের বন্ধুদের মন্তব্য, ডাইরেক্ট মেসেজ, ট্যাগ ও মেনশনস দেখতে পাবেন ব্যবহারকারীরা। অন্যান্য অনুসরণকারীরা এখনও ব্যবহারকারীদের বিভিন্ন পোস্ট দেখতে পারলেও মন্তব্য ও মেসেজ দেখতে পাবেন না৷
এর আগে, যুক্তরাজ্যের বেশ কয়েকজন ফুটবল খেলোয়াড়ের মাধ্যমে সৃষ্ট ঢালাও হয়রানি ঠেকাতে ২০২১ সালে একটি ‘অ্যান্টি-বুলিয়িং’ ফিচার হিসেবে মন্তব্যের সীমাবদ্ধতা চালু করেছিল কোম্পানিটি।
ইনস্টাগ্রামের মতে, সাম্প্রতিক বিভিন্ন পরিবর্তনে যেসব টিনএজাররা বুলিংয়ের শিকার হচ্ছেন তাদের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। তবে, অনেকেই সম্ভবত দ্বন্দ্ব বাড়ার ভয়ে অ্যাপের ব্লক ফিচারটি ব্যবহার করতে দ্বিধা বোধ করেন।
ব্যবহারকারীরা চাইলে ‘রেস্ট্রিকটেড’ ব্যক্তিদের ট্যাগ বা মেনশন করা থেকে দূরে রাখতে পারবেন। এমনকি, ‘রেস্ট্রিকটেড’ তালিকায় থাকা ব্যক্তিদের বিভিন্ন মন্তব্যও স্বয়ংক্রিয়ভাবে অন্যদের থেকে আড়াল করা যাবে৷
টিনজারদের সুরক্ষা ও অন্যান্য সমস্যা পরিচালনার ক্ষেত্রে মেটা তদন্তের মুখোমুখি হওয়ার কারণেই এইসব আপডেট এসেছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
নিজেদের পরিষেবার ক্ষতিকর দিক থেকে টিনএজ ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে গত বছর কোম্পানিটির বিরুদ্ধে কয়েক ডজন মার্কিন অঙ্গরাজ্য মামলা করেছে।