এখনও ‘গুগল ম্যাপস’-এর মূল অ্যাপে স্ট্রিট ভিউ সুবিধাটি ব্যবহারের পাশাপাশি ‘স্ট্রিট ভিউ স্টুডিও’ নামের একটি ওয়েব অ্যাপে বিভিন্ন ৩৬০ ডিগ্রি ছবি দিতে পারবেন ব্যবহারকারী।
Published : 03 Nov 2022, 08:40 PM
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন অ্যাপ স্টোর থেকে স্ট্যান্ডএলোন ‘স্ট্রিট ভিউ’ অ্যাপ সরানোর পাশাপাশি ২০২৩ সালের মার্চ থেকে এর সমর্থন বন্ধ করে দেবে গুগল।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির মুখপাত্র ম্যাডিসন গোভিয়ে। সাম্প্রতিক এক আপডেটে প্রথম এর প্রমাণ পেয়েছে ‘৯টু৫গুগল’। এতে ইঙ্গিত মিলছে, অ্যাপটি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছে মার্কিন এই সার্চ জায়ান্ট।
অ্যান্ড্রয়েড ও আইওএস, দুটো সংস্করণেই আসা এই অ্যাপ, ব্যবহারকারীকে গুগল ম্যাপে থাকা বিভিন্ন জায়গা স্ট্রিট ভিউয়ের মাধ্যমে দেখার সুবিধা দেয়। পাশাপাশি, তুলনামূলক ভালো স্ট্রিট ভিউ সুবিধা দিতে সাহায্য করে ৩৬০ ডিগ্রি ছবি বা গুগলের নাম দেওয়া ‘ফটো স্ফিয়ার্স’ ফিচারটি।
এখনও ‘গুগল ম্যাপস’-এর মূল অ্যাপে স্ট্রিট ভিউ সুবিধাটি ব্যবহারের পাশাপাশি ‘স্ট্রিট ভিউ স্টুডিও’ নামের একটি ওয়েব অ্যাপে বিভিন্ন ৩৬০ ডিগ্রি ছবি দিতে পারবেন ব্যবহারকারী।
ভার্জ বলছে, এতে আলাদা একটি অ্যাপ থাকা কিছুটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে এবং শীঘ্রই এটি থেকে সমর্থন সরিয়ে ফেলবে গুগল।
“এই পরিবর্তনের মানে গুগল যে ম্যাপস অ্যাপটি থেকে ব্যাপকভাবে সরে যাচ্ছে, তা মনে হয় না।” – প্রতিবেদনে বলেছে ভার্জ।
কয়েক সপ্তাহ আগেই অ্যাপটিকে আরও গ্রাহক সম্পৃক্ত করার কয়েকটি উপায় দেখিয়েছে কোম্পানিটি। এর মধ্যে আছে ‘ইমার্সিভ ভিউ’ নামের একটি ফিচার, যা ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট জায়গার ‘৩ডি এরিয়েল ভিউ’সহ আবহাওয়া ও ট্রাফিকের মতো কয়েকটি বিবরণী দেখায়।