টেলিগ্রাম অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে, অপেক্ষা করা ছাড়াই ডিলিট করার সুযোগ রয়েছে ওয়েব অ্যাপ ও আইওএস অ্যাপে।
Published : 20 Sep 2024, 01:11 PM
বর্তমানের বহুল আলোচিত ও জনপ্রিয় একটি মেসেজিং পরিষেবা প্ল্যাটফর্ম হল টেলিগ্রাম। অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ থেকে শুরু করে বেশিরভাগ ডিভাইস ও অপারেটিং সিস্টেমেই অ্যাপটি ব্যবহার করা যায়।
সাম্প্রতিক টেলিগ্রাম সিইও পাভেল দুরভ গ্রেপ্তার হয়েছিলেন। শিশু নিপীড়নের ছবি শেয়ার, মাদক দ্রব্য পাচারসহ প্ল্যাটফর্মজুড়ে এমন বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের লাগাম না টানার অভিযোগেই গ্রেপ্তার করা হয় তাকে।
এসব খবরে প্রাইভেসিতে নজর দেওয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্যও ভীতিকর হতে পারে এবং অনেকেই সেখান থেকে সরে আসতে চাইতে পারেন।
কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
টেলিগ্রাম অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে, কোনো অপেক্ষা ছাড়াই ডিলিট করার সুযোগ রয়েছে ওয়েব অ্যাপ ও আইওএস অ্যাপে। অ্যান্ড্রয়েড অ্যাপ থেকেও এটি করা যাবে। তবে প্রয়োজন হবে বাড়তি কয়েকটি ধাপ।
ওয়েব ব্রাউজার থেকে
১. প্রথমে নিজের পছন্দের ব্রাউজার থেকে ‘টেলিগ্রাম ডিলিট অ্যাকাউন্ট’ সার্চ দিয়ে ‘ম্যানেজ অ্যাপস’ পৃষ্ঠায় যান।
২. টেলিগ্রাম অ্যাকাউন্ট যে ফোন নম্বর থেকে খোলা সেটি লিখুন। টেলিগ্রামে লগইন করা ডিভাইসে একটি কোড যাবে।
৩. লগইন পৃষ্ঠায় নির্দিষ্ট জায়গায় কনফরমেশন কোডটি লিখুন।
৪. ‘সাইন ইন’ অপশনে চাপুন। এরপর টেলিগ্রাম কোর পেইজ থেকে ‘ডিলিট অ্যাকাউন্ট’ অপশনটি বেছে নিন। পরের পৃষ্ঠায় অ্যাকাউন্ট ডিলিট করলে কী হবে সেটি ব্যাখ্যা করা থাকবে।
৫. ‘হোয়াই আর ইউ লিভিং’ বক্সে কেন ডিলিট করছেন সেটি লিখুন।
৬. এরপর নিচে ডিলিট মাই অ্যাকাউন্ট অপশনে চাপুন।
৭. একটি পপ আপ বক্সে এটি আবার নিশ্চিত করার জন্য, ‘ইয়েস, ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনটি বেছে নিলেই অ্যাকাউন্ট সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে।
আইফোন থেকে
১. টেলিগ্রাম অ্যাপ চালু করে ‘সেটিংস’ অপশনে যান।
২. ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে চাপুন।
৩. নিচে স্ক্রল করে ‘ইফ অ্যাওয়ে ফর’ সেকশনে যান।
৪. ‘ডিলিট অ্যাকাউন্ট নাও’ অপশনটি বেছে নিন।
৫. অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চান সেটি নিশ্চিত করুন।
অ্যান্ড্রয়েড থেকে
১. টেলিগ্রাম অ্যাপ চালু করে ‘সেটিংস’ অপশন বেছে নিন।
২. ‘টেলিগ্রাম এফএকিউ’ অপশন বেছে নিন।
৩. ‘ইয়োর অ্যাকাউন্ট’ বিভাগের নিচে ‘ডিলিট ইয়োর টেলিগ্রাম অ্যাকাউন্ট’ অপশনটি বেছে নিন। এতে টেলিগ্রাম ওয়েবসাইটে নিয়ে যাবে।
৪. ‘টেলিগ্রামে ডিঅ্যাকটিভেশন’ পৃষ্ঠাটি বেছে নিন।
৫. অ্যাকাউন্টের ফোন নম্বর লিখুন।
৬. অ্যাপের মাধ্যমে একটি কনফরমেশন কোড যাবে।
৭. ওপরের ডান কোণায় থ্রি ডট আইকনে চাপুন।
৮. ‘ওপেন ইন ক্রোম ব্রাউজার’ অপশন বেছে নিন।
৯. কোডটি লিখুন। এরপর ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনটি বেছে নিন।
১০. অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেটি নিশ্চিত করুন।