এ সেলফি তোলা স্যাটেলাইটের খুঁটিনাটি ব্যাখ্যা করে একটি ইউটিউব ভিডিও’ও আপলোড করেছেন রবার।
Published : 01 Dec 2024, 04:05 PM
ইউটিউবে নতুন উচ্চতায় পৌঁছেছে সাম্প্রতিক এক চমক, যেখানে যে কেউকেই পৃথিবীর সঙ্গে সেলফি তোলার সুযোগ দিচ্ছেন মার্ক রবার নামের একজন ইউটিউবার।
এজন্য তিনি গুগল এবং টি-মোবাইলের সহায়তায় মহাকাশ কক্ষপথে একটি স্যাটেলাইট চালু করছেন বলে উঠে এসেছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে। আর প্রতিবেদনে একে বলা হয়েছে “স্টান্টবাজী”।
এর আগে নাসার প্রকৌশলী হিসেবে কাজ করা রোবার ইউটিউবে পরিচিতি পেয়েছেন বাড়ির দরজা থেকে প্যাকেজ চুরি করা চোরদের ওপর চকচকে বোমা দিয়ে আক্রমণ চালিয়ে, বিশ্বের বৃহত্তম ‘সুপার সোকার’ বানিয়ে এবং কাঠবিড়ালীর জন্য ‘মেইজ’ তৈরি করে।
এখন তিনি এমন স্যাটেলাইট চালু করার লক্ষ্য নিয়েছেন, যা দিয়ে যে কেউই পৃথিবীকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তোলার সুযোগ পাবেন। তবে, এক্ষেত্রে ব্যবহারকারীকে একটি গুগল পিক্সেল ফোন ব্যবহার করতে হবে।
রবারের দাবি, কেউ যদি তাকে নিজের বাসস্থান বলে দেয়, তখন স্যাটেলাইটটি ওই শহরের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি সেলফি তুলবেন। আর ছবিটা কখন ধারণ করা হবে, সে বিষয়টিও জানিয়ে দেবেন তিনি।
২০২৫ সালের জানুয়ারি নাগাদ ট্রান্সপোর্টার ১২ মিশন থেকে এ স্যাটেলাইটটি চালু করতে পারে স্পেসএক্স। আর এর কয়েক মাস পর থেকেই এটি সেলফি তোলা শুরু করবে।
এ সেলফি তোলা স্যাটেলাইটের খুঁটিনাটি ব্যাখ্যা করে একটি ইউটিউব ভিডিও’ও আপলোড করেছেন রবার। এ ছাড়া, সৌরচালিত স্যাটেলাইটের উভয় পাশে দুটি ক্যামেরা ও দুটি পিক্সেল ফোনও বসতে পারে, যার ব্যাটারি সক্ষমতা ঘণ্টায় ১২০ ওয়াট।