জিমেইলে বড় আপডেট আনার অংশ হিসেবে আগামী মাস থেকে লাখ লাখ অ্যাকাউন্ট মুছে যাবে, ব্যবহারকারীদেরকে এমনই সতর্কবার্তা পাঠাতে শুরু করেছে গুগল।
ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এই আপডেটের প্রভাব পড়বে সেইসব ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে, যেগুলো অন্তত দুই বছর ধরে নিষ্ক্রিয়। এ ছাড়া, অ্যাকাউন্টগুলো থেকে ইমেইল বার্তা, ডকুমেন্ট, স্প্রেডশিট, ক্যালেন্ডার সূচী, ছবি ও ভিডিও মুছে যেতে পারে।
এ সিদ্ধান্তের কথা প্রথম শোনা যায় এ বছরের শুরুতে। আর এটি কার্যকর হতে পারে ২০২৩ সালের ডিসেম্বরে।
“আমরা আমাদের নীতিমালায় আপডেট আনছি। এর আওতায় পড়বে সেইসব গুগল অ্যাকাউন্ট, যেগুলো দুই বছর ধরে নিষ্ক্রিয়।” --মে মাসে এক ব্লগ পোস্টে লেখেন গুগলের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রিচেলি।
“আমাদের এ আপডেটের মাধ্যমে আপনার অব্যবহৃত ব্যক্তিগত তথ্য ধরে রাখার সুযোগ সীমিত হবে।”
ইন্ডিপেন্ডেন্ট বলছে, এ পদক্ষেপের লক্ষ্য হল, সক্রিয় গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ফিশিং জালিয়াতি ও অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার মতো নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া।
যেসব পুরোনো অ্যাকাউন্ট বেশ কয়েক বছর ধরে অব্যবহৃত অবস্থায় আছে, তাদের অ্যাকাউন্ট মুছে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। কারণ এগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে হ্যাকাররা ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করতে পারে, আর খোয়া যাওয়া এসব অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল সহজেই ডার্ক ওয়েবে পাওয়া যায়।
গুগল বলেছে, কোনো ব্যবস্থা নেওয়ার আগে ঝুঁকির মুখে থাকা অ্যাকাউন্টগুলো ‘একাধিক নোটিফিকেশন’ পাবে। এর মধ্যে রয়েছে রিকভারি ইমেইল ঠিকানার বিষয়টিও।
যেসব অ্যাকাউন্ট থেকে ইউটিউবে ভিডিও পোস্ট হয়েছে, সেগুলোতে অবশ্য এ আপডেটের প্রভাব পড়বে না। আর অ্যাকাউন্ট সর্বশেষ কবে সক্রিয় ছিল, সে বিষয়টিও বিবেচ্য হবে না এতে।
গুগল এরইমধ্যে বিভিন্ন অ্যাকাউন্টে ইমেইল পাঠাতে শুরু করেছে, যেখানে ব্যবহারকারীদেরকে ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি অ্যাকাউন্টে অনুমোদনবিহীন প্রবেশাধিকার ঠেকানোর’ কথা উল্লেখ রয়েছে। এমনকি কোম্পানির সেবা এখন আর ব্যবহার না করলেও এমনটি করতে বলছে গুগল।
জিমেইল অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারিয়ে ফেললে ওই ইমেইল ঠিকানা সংশ্লিষ্ট অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ও সেবা ব্যবহারের সুবিধাও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, এমনকি সেগুলোর গুগলের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও।
অ্যাকাউন্ট সক্রিয় রাখতে ও মুছে ফেলার ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদেরকে কোনো ইমেইল খোলার বা পাঠানোর, গুগল ড্রাইভ ব্যবহারের, গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোডের বা লগইন করা অ্যাকাউন্ট থেকে লগ ইন করে সার্চ ইঞ্জিন ব্যবহার করার পরামর্শ দিয়েছে গুগল।