Published : 26 Dec 2024, 05:34 PM
মার্কিন যুক্তরাষ্ট্রে গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলায় অংশ নেওয়ার আবেদন জানিয়েছে অ্যাপল।
আইফোন নির্মাতা বলছে, তারা এ আয় বণ্টন চুক্তির জন্য আর সার্চ জায়ান্টের ওপর নির্ভর করতে পারছে না। সাফারি ব্রাউজারে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন রাখার কারণে প্রতি বছর তারা শত শত কোটি ডলার আয় করেছে।
এ লেনদেন অব্যাহত থাকুক বা না থাকুক, অ্যাপল অ্যালফাবেটের গুগলের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরির পরিকল্পনা করছে না বলে কোম্পানির আইনজীবীরা সোমবার ওয়াশিংটনে দায়ের করা নথিতে বলেছেন, এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
শুধু ২০২২ সালেই গুগলের সঙ্গে চুক্তি থেকে আনুমানিক দুই হাজার কোটি ডলার পেয়েছে অ্যাপল।
এপ্রিলে অনুষ্ঠিতব্য শুনানির সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীদের ডাকতে চায় অ্যাপল। সেখানে প্রসিকিউটররা দেখানোর চেষ্টা করবেন, অনলাইন সার্চে প্রতিযোগিতা বজায় রাখতে গুগলকে ক্রোম ওয়েব ব্রাউজার এবং সম্ভাব্যভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিক্রি করাসহ বেশ কিছু ব্যবস্থা নিতে হবে।
“গুগল আর অ্যাপলের স্বার্থের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে পারছে না। গুগলকে এখন তার ব্যবসায়িক ইউনিটগুলো ভেঙে ফেলার বিস্তৃত এ প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করতে হবে।” – বলেছে অ্যাপল।
মার্কিন বিচার বিভাগের এ মামলা একটি যুগান্তকারী পদক্ষেপ যা অনলাইনে ব্যবহারকারীরা কীভাবে তথ্য খুঁজে পান তা বদলে দিতে পারে।
এরইমধ্যে ব্রাউজার, মোবাইল ডিভাইস নির্মাতা ও ওয়্যারলেস ক্যারিয়ারের সঙ্গে নিজেদের ডিফল্ট চুক্তি শিথিলের প্রস্তাব দিয়েছে গুগল। তবে, সার্চ ফিচারের আয় বণ্টন চুক্তি অব্যাহত রাখতে চাইছে কোম্পানিটি।
মঙ্গলবার এ প্রসঙ্গে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেননি গুগলের এক মুখপাত্র।