Published : 29 Apr 2025, 09:29 PM
ওয়ালটনের তৈরি এসিসি ব্র্যান্ডের এসি কিনে ১০ লাখ টাকা পেয়েছেন খুলনার খালিশপুরের গয়নার ব্যবসায়ী মিঠুন দত্ত।
‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’-তে পণ্য কিনে এ পুরস্কার জিতেছেন বলে মঙ্গলবার ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শনিবার বিকেলে খুলনার খালিশপুরে চিত্রালী শ্রমিক ময়দানে এক অনুষ্ঠানে মিঠুন দত্তের হাতে চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ অফিসার ওয়াহিদুজ্জামান তানভির।
মিঠুন দত্ত বলেন, “মেসেজ পেয়ে প্রথমে বিশ্বাস হচ্ছিল না। পরে ওয়ালটন থেকে ফোন করলে নিশ্চিত হই। ওয়ালটন এসি কিনে ১০ লাখ টাকা পাব, এটা কোনোদিন কল্পনাও করিনি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এই টাকা দিয়ে জমি কিনব।”
ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ বলেন, “ওয়ালটন শুধু ব্যবসা করে না। মানুষের মুখে হাসিও ফোটাতে চায়। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ইতোমধ্যে প্রায় অর্ধশত গ্রাহক মিলিওনেয়ার হয়েছেন। পুরস্কারের এসব অর্থে ইতোমধ্যেই অনেক সাধারণ মানুষের জীবন আমূল বদলে গেছে। এভাবেই ওয়ালটন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলছে।”
ওয়ালটন বলছে, চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা জেতার সুযোগ পেতে পারেন।
ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার নুরুল ইসলাম ও আল মাহফুজ খান, রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুল হান্নান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার রাজীব ফেরদৌস, এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, এসি সেলস মনিটরিংয়ের শাহরিয়ার আলম ও খালিশপুর ওয়ালটন প্লাজা ম্যানেজার রবিন মিয়া পুরস্কারের চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।