লঙ্কান অ্যালায়েন্স ও ইউসিবি ইনভেস্টমেন্ট চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় লঙ্কান অ্যালায়েন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2023, 07:03 PM
Updated : 1 March 2023, 07:03 PM

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্টকে নির্বাচন করেছে।

এজন্য কোম্পানি দুটি মঙ্গলবার চুক্তি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট।

ঢাকার গুলশানে বহুজাতিক লঙ্কান অ্যালায়েন্সের প্রধান কার্যালয়ে চুক্তিতে সই করেন লঙ্কান অ্যালায়েন্সের সিইও কান্তি কুমার সাহা ও ইউসিবি ইনভেস্টমেন্টের এমডি তানজিম আলমগীর।

ইউসিবি ইনভেস্টমেন্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক এইচ এ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লঙ্কান অ্যালায়েন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে।

চুক্তি সই অনুষ্ঠানে লঙ্কান অ্যালায়েন্সের চেয়ারম্যান জওহর রিজভী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ রাশেদুল হাসান উপস্থিত ছিলেন।