"কমিশনের অভ্যন্তরে সৃষ্ট এই ঘটনা বাজারে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাজারে বিনিয়োগের পরিবেশ নষ্ট করবে এবং সামগ্রিকভাবে বাজারকে অস্থিতিশীল করে দেবে।"
Published : 06 Mar 2025, 06:20 PM
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসিতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেই সংকটের দ্রুত সমাধান চেয়েছে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিবিএ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, “যেখানে দীর্ঘ বছর ধরে দেশবিদেশের নানান নেতিবাচক ঘটনা ও সিদ্ধান্তের ফলে দেশের পুঁজিবাজার ক্রান্তিকাল পার করছে, লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সংকটে ভুগছে, সেখানে নিয়ন্ত্রক সংস্থার ন্যায় অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মকর্তাদের মাঝে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনা বাজারের জন্য মোটেও সুখকর নয়।”
গত মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরের পাঠানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি। সেই সিদ্ধান্ত প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বুধবার কমিশনকে অবরুদ্ধ করেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেনা নিরাপত্তায় কমিশন সদস্যরা কার্যালয় ছাড়েন।
এদিকে কমিশনের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন সংস্থার কর্মীরা। এর মধ্যে বিকাল ৩টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় তিন কমিশনারকে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন চেয়ারম্যান রাশেদ মাকসুদ। পরে তিনি বলেন, কোনো অন্যায় দাবি কাছে মাথা নথ করবেন না তিনি।
কমিশনের চলমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে বাজারে বিদ্যমান অনাস্থা পরিস্থিতি আরও প্রকট হতে পারে বলে মনে করে ডিবিএ।
সাইফুল বলেন, "কমিশনের অভ্যন্তরে সৃষ্ট এই ঘটনা বাজারে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাজারে বিনিয়োগের পরিবেশ নষ্ট করবে এবং সামগ্রিকভাবে বাজারকে অস্থিতিশীল করে দেবে।"
তিনি বলেন, “বাজারের বৃহত্তর স্বার্থে কমিশনে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছি।”