গ্রুপের তলানিতে থাকা বাংলাদেশ নৌবাহিনীর বিদায় ঘণ্টা বেজে গেছে।
Published : 01 Dec 2023, 06:03 PM
সেরা আটে খেলা নিশ্চিত হয়েছিল আগেই; বসুন্ধরা কিংস কোচ তাই শুরুর একাদশ সাজিয়েছিলেন বিদেশি খেলোয়াড়দের বেঞ্চে রেখে। পরে বদলি নামলেও দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো পারেননি ম্যাচের ভাগ্য গড়ে দিতে। কিংসকে রুখে দিয়ে স্বাধীনতা কাপের সেরা আটের টিকেট নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচে শিরোপাধারী বসুন্ধরা কিংসকে গোলশুন্য ড্রয়ে রুখে দেয় চট্টগ্রাম আবাহনী।
এই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে কিংস। ১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় ঘণ্টা বেজেছে বাংলাদেশ নৌবাহিনীর।
কিংস-চট্টগ্রাম আবাহনী ম্যাচ দিয়ে শেষ হলো স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব। চূড়ান্ত হলো কোয়ার্টার-ফাইনালের লাইন আপও।
আগামী রোববার সেরা আটে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ-রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও আবাহনী-শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
৫ ডিসেম্বরে হবে বাকি দুটি কোয়ার্টার-ফাইনালে। মোহামেডানের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ সেনাবাহিনির বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস।