সবশেষ দুটি দলবদলে বড় মাপের খেলোয়াড়দের দলে টানতে বেশ সমস্যায় পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে আসতে তাদের আগ্রহের কমতিই মূল কারণ ছিল বলে জানালেন এরিক টেন হাগ। তবে পরিস্থিতি পাল্টে গেছে বলে দাবি দলটির কোচের। তিনি বললেন, দলের পারফরম্যান্সে উন্নতি হওয়ায় এবং ক্লাব ‘সঠিক ও কার্যকর’ পরিকল্পনা নেওয়ায় এখন তারকা খেলোয়াড়রা ইউনাইটেডে নাম লেখাতে উন্মুখ হয়ে আছে।
গত বছর প্রিমিয়ার লিগে ষষ্ঠ হওয়ায় এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেনি ম্যানচেস্টারের ক্লাবটি। তাদের জায়গা হয় ইউরোপা লিগে। গত গ্রীষ্মের দলবদলে খেলোয়াড়দের দলে টানায় এই বিষয়টিও প্রতিবন্ধকতা তৈরি করেছিল।
গত মৌসুমের শেষে ইউনাইটেডের দায়িত্ব নেন টেন হাগ। এরপর গত গ্রীষ্মে ক্লাবটি দলে টানে দুই অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো, ক্রিস্তিয়ান এরিকসেন; তরুণ প্রতিভাবান ফরোয়ার্ড আন্তোনিও ও ডিফেন্ডার টাইরেল মালাসিয়াকে।
পুরনো হতাশা পেছনে ফেলে টেন হাগের হাত ধরে এই মৌসুমে বেশ ভালো খেলছে ইউনাইটেড। লিগ কাপ জেতা দলটি জায়গা করে নিয়েছে এফএ কাপের ফাইনালেও। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় বর্তমানে চারে আছে দলটি; আশা বাঁচিয়ে রেখেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার।
দলের পারফরম্যান্সের কারণে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের ইউনাইটেডে যোগ দেওয়ার ইচ্ছা বাড়ছে, দাবি টেন হাগের। প্রিমিয়ার লিগে শনিবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে খেলবে তারা। ঘরের মাঠের এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই ডাচ বললেন, এবার চাহিদা অনুযায়ী খেলোয়াড় পেতে পারেন তারা।
“গত বছরের তুলনায় আমি বড় একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এখন অনেক খেলোয়াড় আমাদের পরিকল্পনা বুঝতে ও দেখতে পাচ্ছে, ক্লাব কীভাবে এগোচ্ছে, এর এগিয়ে যাওয়ার ধরণ ও উচ্চাকাঙ্ক্ষা কেমন, সেটা তারা দেখছে।”
“গত বছর আমরা যখন খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করি, তখন তাদের মধ্যে অনেক সংশয় ও অনিশ্চয়তা ছিল। তবে এই বছর অনেক মানসম্পন্ন খেলোয়াড় এখানে আসতে চায়।”
গত জানুয়ারির দলবদলে শোনা গিয়েছিল, ইউনাইটেডে নেদারল্যান্ডস ফরোয়ার্ড কোডি হাকপোকে দলে টানতে চায়। তবে শেষ পর্যন্ত তিনি যোগ দেন আরেক ইংলিশ ক্লাব লিভারপুলে।
আসছে গ্রীষ্মের দলবদলে টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেইন সহ আর কয়েকজন বড় মাপের খেলোয়াড়ের ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।