জাপানের বিপক্ষে ঝুঁকি নেবে না স্পেন

কোয়ার্টার-ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে এড়ানোর চেষ্টা করবে না স্পেন, বলেছেন কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2022, 05:27 AM
Updated : 1 Dec 2022, 05:27 AM

এখনও বিশ্বকাপের শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়নি স্পেনের। তবে এরই মধ্যে তাদের কোয়ার্টার-ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সেই ম্যাচে ব্রাজিলকে এড়াতে কি গ্রুপ রানার্সআপ হওয়ার চেষ্টা করবে স্প্যানিশরা? কোচ লুইস এনরিকে অবশ্য স্পষ্ট জানিয়ে দিলেন, সেরকম কোনো ভাবনা তাদের নেই। 

‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে বৃহস্পতিবার জাপানের মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। সেটা হলে শেষ ষোলোয় তারা ‘এফ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে খেলবে। সেখানে উতরে গেলে শেষ আটে খেলতে হতে পারে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।  

গত কয়েকদিন ধরে স্পেনের গণমাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। বুধবার এই প্রসঙ্গে এনরিকে মনে করিয়ে দিলেন, জাপানের বিপক্ষে ঝুঁকি নিলে বিপদেও পড়তে হতে পারে তাদের।

“পেশাদার দৃষ্টিকোণ থেকে আমরা কেবল জয়ের কথাই ভাবছি, কারণ চারটি দলের সামনেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে। আমরা প্রথম হতে চাই। আমরা ঝুঁকি নিতে পারি না, নেওয়া উচিতও নয়।”

“ধরুন, ম্যাচের ৯৫ মিনিট পর্যন্ত আমরা গোলশূন্য স্কোরলাইনে আছি, আমরা গ্রুপ সেরা হচ্ছি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে কোস্টা রিকা ও জাপান গোল করে ফেলল। পুরো ম্যাচে ঝুঁকি নিয়ে শেষ ১৫ সেকেন্ডে আমরা গোল খেয়ে ফেললাম, মানে আমরা বাদ পড়ে যাব।”

শেষ আটে ব্রাজিলের বিপক্ষে খেলা হলেও কোনো সমস্যা দেখছেন না স্পেন কোচ।

“যদি কোয়ার্টারে ব্রাজিলের সঙ্গে আমাদের খেলা হয়, তাহলে তাই হোক। আগে অবশ্যই জাপানকে হারাতে হবে...প্রথম হওয়া মানে আমরা আরও ভালো দল। বিশ্বকাপ জিততে হলে সামনে যারা আসবে তাদের সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।”