মুখোমুখি লড়াইয়ে ‘সমানে-সমান’ ফ্রান্স ও ডেনমার্ক

টানা দ্বিতীয় বিশ্বকাপে একই গ্রুপে এই দুই দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2022, 02:54 PM
Updated : 24 Nov 2022, 02:54 PM

শক্তি-সামর্থ্যে এগিয়ে ফ্রান্স। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তারা। তবে মাঠের পারফরম্যান্সে পিছিয়ে নেই ডেনমার্কও। ফরাসিদের বিপক্ষে সবশেষ দুই ম্যাচেই জয় তাদের। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে জয়-পরাজয় সমান দুই দলের। কাতার আসরে আবারও দেখা হচ্ছে দল দুটির। 

আগামী শনিবার দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মাঠের লড়াইয়ে নামবে ফ্রান্স ও ডেনমার্ক। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ‘ডি’ গ্রুপের ম্যাচটি। 

এনিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও ডেনমার্ক। বিশ্ব মঞ্চে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে চতুর্থবার।

এই দুই দলের আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক। 

* ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। সবশেষ নেশন্স লিগে ডেনিশদের কাছে দুইবারই হেরেছে ফরাসিরা। প্যারিসে ২-১ গোলের পর কোপেনহেগেনে হার ২-০ তে। 

* শিরোপাধারী হিসেবে কাতার বিশ্বকাপে খেলছে ফ্রান্স। ডেনমার্ক ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনালে খেলেছিল। 

* এখন পর্যন্ত দুইবার বিশ্বকাপ জিতেছে ফ্রান্স, ১৯৯৮ ও ২০১৮ সালে। বিশ্ব মঞ্চে ডেনমার্কের সর্বোচ্চ অর্জন কোয়ার্টার-ফাইনালে খেলা। ১৯৯৮ সালে ফ্রান্স আসরে শেষ আটে উঠেছিল তারা।

* অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইবার বল জালে পাঠিয়ে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় থিয়েরি অঁরির পাশে বসেছেন অলিভিয়ে জিরুদ। দুই জনের গোলই এখন ৫১টি। আরেকটি গোল করলেই রেকর্ডটি নিজের করে নেবেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার। 

* এখন পর্যন্ত সব মিলিয়ে ১৬ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও ডেনমার্ক। যেখানে ৮ ম্যাচে জয় ফরাসিদের, ডেনিশরা জিতেছে ছয়টিতে, বাকি দুটি ড্র। 

* বিশ্বকাপে ফ্রান্স ও ডেনমার্ক পরস্পরের বিপক্ষে লড়েছে তিনবার। একটি করে জিতেছে দুই দল, আরেকটি ম্যাচ ড্র। 

* সবশেষ বিশ্বকাপেই গ্রুপ পর্বে দেখা হয়েছিল ফ্রান্স ও ডেনমার্কের। রাশিয়া আসরের ওই ম্যাচ গোলশূন্য ড্র হয়। ১৯৯৮ আসরে ২-১ গোলে জিতেছিল ফ্রান্স। ২০০২ সালে ডেনমার্ক জেতে ২-০ গোলে।