নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে আরেকটি বড় অর্জন ধরা দিল লিওনেল মেসির। বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন শুধুই আর্জেন্টিনা অধিনায়কের। তিনি ছড়িয়ে গেলেন জার্মান গ্রেট লোথার মাথেউসকে।
লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে রেকর্ডটি গড়েন মেসি।
সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে মাথেউসের পাশে বসেন তিনি। সাবেক মিডফিল্ডার মাথেউস ২৫ ম্যাচ খেলেন পাঁচটি বিশ্বকাপে- ১৯৮২ (২), ১৯৮৬ (৭), ১৯৯০ (৭), ১৯৯৪ (৫), ১৯৯৮ (৪)। গোল করেন তিনি ৬টি।
মেসিও খেলছেন তার পঞ্চম বিশ্বকাপ। ২০০৬ আসরে ৩টি, ২০১০ সালে ৫টি, ২০১৪ সালে ৭টি, ২০১৮ সালে ৪টি ও কাতার আসরে ৭ ম্যাচের সবগুলি খেলছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। সব মিলিয়ে সংখ্যাটা পৌঁছে গেল ২৬ ম্যাচে।
চার আসরে ২৪ ম্যাচ খেলে তালিকায় তিনে আছেন সাবেক জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। চার আসরে ২৩ ম্যাচ খেলে তিন নম্বরে ইতালিয়ান গ্রেট পাওলো মালদিনি। পরের স্থানে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো, পাঁচ আসরে তিনি খেলেছেন ২২ ম্যাচ।
এই আসরে ফাইনালে আসার পথে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে বেশ কিছু রেকর্ড-অর্জনে নাম লেখান মেসি। প্রথম ফুটবলার হিসেবে তিনি গড়েন ভিন্ন পাঁচ আসরে অ্যাসিস্ট এর কীর্তি। ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে গাব্রিয়েল বাতিস্তুতাকে (১০) ছাড়িয়ে বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করে নেন একার (১১)।
১৯৬৬ আসর থেকে বিবেচনায় নিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে ভিন্ন তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট এর ডাবল, প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ভিন্ন চার ম্যাচে গোল ও অ্যাসিস্ট এর অনন্য অর্জনও তার।