উরুগুয়ের বিপক্ষেও উজ্জ্বল ফের্নান্দেস

আসরে দুই ম্যাচে পর্তুগালের এই মিডফিল্ডারের গোল ও অ্যাসিস্ট হলো দুটি করে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 09:56 PM
Updated : 28 Nov 2022, 09:56 PM

কাতার বিশ্বকাপে ব্রুনো ফের্নান্দেসের আলো ঝলমলে পারফরম্যান্স অব্যাহত রয়েছে। আবারও দলের জয়ে বড় অবদান রেখেছেন পর্তুগালের এই মিডফিল্ডার। পেয়েছেন বৈশ্বিক আসরে প্রথম গোলের স্বাদ।

লুসাইল স্টেডিয়ামে সোমবার গ্রুপ পর্বে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে পর্তুগাল।

দুটি গোলই করেন ফের্নান্দেস। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে অবধারিতভাবে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪তম মিনিটে বাঁ দিক থেকে ফের্নান্দেসের দারুণ এক ক্রসে বল কিছুটা বাঁক খেয়ে সরাসরি জালে জড়ায়। বল হাওয়ায় থাকা অবস্থায় হেড করতে লাফিয়ে উঠেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বল তার মাথা ছুঁয়ে গেছে কি-না, তৈরি হয় ধোঁয়াশা।

ফিফা প্রথমে গোলদাতা হিসেবে রোনালদোর নাম জানালেও পরে সিদ্ধান্ত পাল্টায়, গোল দেওয়া হয় ফের্নান্দেসকে। এরপর যোগ করা সময়ে সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

শেষ দিকে হ্যাটট্রিকও হয়ে যেতে পারত। প্রথম দফায় তার কোনাকুনি শট গোলরক্ষকের পায়ে বাধা পায়। পরক্ষণে বক্সের বাইরে থেকে নেওয়া শট লাগে পোস্টে।

আসরে প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে দলের ৩-২ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করেছিলেন ফের্নান্দেস। এবার জোড়া গোলের সুবাস ছড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার।