নেইমারকে নিয়ে বাড়ছে শঙ্কা

মার্কা লিখেছে, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভাবনাই নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2022, 02:16 PM
Updated : 25 Nov 2022, 02:16 PM

বিশ্বকাপ ঘিরে নেইমারের ভাগ্য খুব একটা যেন প্রসন্ন নয়। ২০১৪ সালে কোয়ার্টার-ফাইনাল পিঠে মারাত্মক চোট পেয়ে শেষ হয়ে গিয়েছিল তার বিশ্বকাপ। এবার প্রথম ম্যাচ খেলতে নেমেই পেলেন ধাক্কা। দলের পক্ষ থেকে তার অ্যাঙ্কেলের চোট আপাতদৃষ্টিতে ‘গুরুতর নয়’ বলা হলেও, চারিদিক থেকে ভেসে আসা গুঞ্জন তেমন আশাব্যাঞ্জক নয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের সূত্রের বরাত দিয়ে জোর দিয়ে বলেছে, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পরের ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভাবনাই নেই। এমনকি তৃতীয় ম্যাচ নিয়েও আছে অনিশ্চয়তা।

গ্রুপ পর্বের শেষ দিন আগামী শুক্রবার ক্যামেরুনের মুখোমুখি হবে তিতের দল। শেষ ষোলোয় ওঠা নিয়ে কোনো সমস্যা না থাকলে, ওই ম্যাচেও পিএসজি তারকাকে খেলানোর পরিকল্পনা দলের নেই বলে জানতে পেরেছে মার্কা।

‘জি’ গ্রুপে বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে গোড়ালি গাঁটে চোট পান নেইমার। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে তাকে তুলে নেন তিতে। 

ফোলা গোড়ালি নিয়ে কিছুটা খুঁড়িয়ে মাঠ ছাড়েন নেইমার। তখন তার চোখ ছলছল করছিল। এতেই জাগে শঙ্কা। এবার কি বিশ্বকাপের শুরুতেই শেষ হয়ে যাবে ব্রাজিলের স্বপ্নসারথীর পথচলা?

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার ম্যাচের পর জানান, নেইমারের চোটের অবস্থা জানতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করবেন তারা। এরপর তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সংবাদ সম্মেলনে তিতে অবশ্য আশা দেখান। বলেন, ভয়ের কিছু নেই। জোর দিয়ে বলেন, ব্রাজিলের পরের ম্যাচেই খেলবেন নেইমার।

তবে গণমাধ্যমে আসা খবরে নেইমারকে নিয়ে আশা ধীরে ধীরে দুরাশায় রূপ নিচ্ছে। আগামী সোমবার দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।