১৭ সেকেন্ডে গোল হজম করা, বারবার বল হারানো এবং তার পরবর্তী সময়ের জড়তা- সব মিলিয়ে আলাভেসের বিপক্ষে যেন নিজেদের ছায়া হয়েই ছিল বার্সেলোনা। কোচ শাভি এর্নান্দেসও তা মানছেন। তবে একই সঙ্গে দলের মধ্যে জেতার ও এগিয়ে যাওয়ার মনোভাবও দেখছেন তিনি।
লা লিগায় রোববার অলিম্পিক স্টেডিয়ামে আলাভেসকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। সামুর গোলে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ার পর জোড়া গোলে ম্যাচের ভাগ্য গড়ে দেন পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।
শুরুর ধাক্কা সামলে পাওয়া জয়ের স্বস্তি আছে শাভির। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বার্সেলোনা কোচ অকপটে স্বীকার করে নিয়েছেন, এ মুহূর্তে সেরা ছন্দে নেই তার দল। উন্নতির জায়গা আছে অনেক।
“পজেশনের দিক থেকে আমরা বাজে ছিলাম না, কিন্তু আমরা বল হারানো এবং পালাবদলের সময় ভুগেছি, বিশেষ করে সামুকে সামলানোর ক্ষেত্রে। আমরা আমাদের সেরা সময়ের মধ্যে নেই, কিন্তু ম্যাচ জেতার এবং এগিয়ে যাওয়ার মতো স্পিরিট দেখিয়েছি আমরা।”
“আমি নিশ্চিত, আমরা উন্নতি করব। খুবই ইতিবাচক আছি আমি। আজ আমাদের খেলায় মাঝেমধ্যে উন্নতির ছাপ দেখা গেছে। আমাদের চিন্তা করার কিছু নেই।”
শাভির চিন্তা কিছুটা কমেছে লেভানদোভস্কি গোল পাওয়ায়। আক্রমণভাগের এই তারকা হঠাৎ করেই ভুগছিলেন গোল খরায়। ছয় ম্যাচ পর জোড়া গোলে তিনিই হয়ে ওঠেন ম্যাচের নির্ণায়ক।
দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ হেডে বার্সেলোনাকে সমতায় ফেরানোর পর ৭৮তম মিনিটে স্পট কিকেও লক্ষ্যভেদ করেন লেভানদোভস্কি। চেনা রূপে ফেরা এই ফরোয়ার্ডের কথা আলাদাভাবেই বললেন কাতালুনিয়ার দলটির কোচ।
“তার কাছ থেকে সবসময় সাড়া পাওয়া যায়, কেননা সে কঠোর পরিশ্রম করে। তার মধ্যে নেতৃত্বগুণ আছে এবং আজ সে পার্থক্য গড়ে দিয়েছে। তার জন্য ভীষণ খুশি আমি।”
১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ দুইয়ে, ৩৪ পয়েন্ট নিয়ে জিরোনা শীর্ষে আছে।