চোট-বাধা জয় করে তৃতীয় রাউন্ডে জোকোভিচ, রুদের বিদায়

রাফায়েল নাদালের পর ক্যাস্পার রুদেরও অস্ট্রেলিয়ান ওপেনের পথচলা থেমে গেল দ্বিতীয় রাউন্ডে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2023, 01:29 PM
Updated : 19 Jan 2023, 01:29 PM

টেনিস ইতিহাসে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছেন নোভাক জোকোভিচ। ফ্রান্সের এনজু কুয়াকুকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা। 

মেলবোর্নে বৃহস্পতিবার দ্বিতীয় সেটের সময় মেডিকেল টাইমআউট নিতে হয়েছিল জোকোভিচকে। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছিল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি শেষ পর্যন্ত ৬-১, ৬-৭ (৫-৭), ৬-২, ৬-০ গেমে জেতেন এখানে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সী তারকা। 

আগের দিন শীর্ষ বাছাই রাফায়েল নাদালের বিদায়ের পর এ দিন হেরে গেছেন দ্বিতীয় বাছাই ক্যাস্পার রুদও। গত বছরের ফরাসি ওপেন ও ইউএস ওপেনের রানার্সআপ নরওয়ের ২৪ বছর বয়সী এই খেলোয়াড়কে ৬-৩, ৭-৫, ৬-৭ (৪-৭), ৬-২ গেমে হারান যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুকসবি।

শিরোপা লড়াইয়ে জোকোভিচের সম্ভাব্য দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর পথচলা থেমে গেল দ্বিতীয় রাউন্ডেই। নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়ার সম্ভাবনাও তাতে উজ্জ্বল হলো তার জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে টানা ৩৬ ম্যাচ জিতলেন তিনি।