টাইব্রেকারে আবাহনী লিমিটেডের হয়ে লক্ষ্যভেদ করেন জোনাথন রেইস, ওয়াশিংতন ব্রান্দাও ও মিলাদ শেখ সুলেমানি।
Published : 03 Dec 2023, 08:52 PM
নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল পেল না জালের দেখা। অতিরিক্ত সময়ে আবাহনী এগিয়ে গেলেও সমতা ফেরাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ম্যাচের ভাগ্য গড়াল টাইব্রেকারে। সেখানে নাটকীয়তা জমল বেশ। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল স্বাধীনতা কাপের ২০২১ সালের চ্যাম্পিয়ন আবাহনী।
বসুন্ধরা কিংস অ্যারেনায় রোববার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে জিতেছে আবাহনী। দুই দলের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়।
টাইব্রেকারে আবাহনীর জোনাথন রেইস, ওয়াশিংতন ব্রান্দাও ও মিলাদ শেখ সুলেমানি পান জালের দেখা। এমেকা ওগবাহ ও রবিউল হাসানের শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
লক্ষ্যভেদ করেন শেখ জামালের ইগর লেইতে ও রাজীব হোসেন। টাইব্রেকারের বিষয়টি মাথায় রেখে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলরক্ষক পাপ্পু হোসেনকে তুলে শামীম হোসেনকে নামান আবাহনী কোচ আন্দ্রেয়াস ক্রুসিয়ানি। কোচের প্রত্যাশার প্রতিদান শামীম দেন শোখরুখবেন খোলমাতোভ ও শাকিল হোসেনের শট আটকে। আর শেখ জামালের ফয়সাল আহমেদ ফাহিমের শট যায় পোস্টের অনেক বাইরে।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিতে মনোযোগী হয় দুই দল। তাতে খেলা গতিময় হয়ে উঠলেও ধারাল আক্রমণ শাণাতে পারছিল না কেউ। চতুর্দশ মিনিটে লেইতের বাঁকানো ফ্রি কিক ফিরিয়ে আবাহনীর ত্রাতা পাপ্পু। ২৩তম মিনিটে আতিকুর রহমান ফাহাদের ক্রসে উজবেকিস্তানের ডিফেন্ডার খোলমাতোভের হেড লক্ষ্যে থাকলে এগিয়ে যেতে পারত শেখ জামাল।
৩৯তম মিনিটে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিতে যাওয়া ফয়সাল আহমেদ ফাহিমের পা থেকে বল চলে যায় লেইতের কাছে। দুর্বল শটে গোলরক্ষকের হাতে বল তুলে দেন শেখ জামালের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম ভালো আক্রমণটি শাণায় আবাহনী। কিন্তু বাইলাইনের ঠিক উপর থেকে সতীর্থের ক্রসে অনেকটা লাফিয়ে হেড নিলেও লক্ষ্যে রাখতে পারেননি দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংতন ব্রান্দাও। একটু পর এমেকা ওগবাহর হেড, মোহাম্মদ হৃদয়ের শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
৬০তম মিনিটে ডান দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠেন ওয়াশিংতন। বক্সে ঢুকে একটু দুরূহ কোণ থেকে এই ব্রাজিলিয়ানের শট আটকান শেখ জামাল গোলরক্ষক প্রীতম হোসেন।
৬৯তম মিনিটে মেহেদি হাসান রয়েলের শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে উড়ে যাওয়ার পরেই পাল্টা আক্রমণে ওঠে শেখ জামাল। কিন্তু বক্সে গিয়ে ডিফেন্ডারদের চার্জে শট নিতে দেরি করেন ভ্লাদিমির দিয়াস; পরে গোলরক্ষককে কাটাতে গিয়ে হারান বল।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির সঙ্গে বাজে আচরণ করে শুরুতে হলুদ কার্ড দেখেন আবাহনীর টিম ম্যানেজার কাজী নজরুল ইসলাম। কিন্তু সতর্ক না হয়ে বাহাস চালিয়ে পরে তিনি দেখেন লাল কার্ড।
অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের শুরুতে এগিয়ে যায় আবাহনী। ৯৪তম মিনিটে বক্সের ঠিক ভেতর থেকে জোনাথন রেইসের বুলেট শট আটকানোর সুযোগই পাননি প্রীতিম।
এই অর্ধের যোগ করা সময়ে বক্সের ঠিক উপরে কৌশিক বড়ুয়াকে ফাউল করেন জোনাথন। দুর্দান্ত ফ্রি কিকে রক্ষণ দেয়ালের উপর দিয়ে লক্ষ্যভেদ করেন লেইতে; সমতার স্বস্তি ফিরে শেখ জামাল শিবিরে। অনেকটা ঝাঁপিয়েও বলের নাগাল পাননি পাপ্পু।
১১২তম মিনিটে রবিউলের থ্রু পাস ধরে প্রীতমকে একা পেয়েছিলেন ওয়াশিংতন। কিন্তু তার শট দারুণভাবে ফিরিয়ে শেখ জামালকে ম্যাচে রাখেন গোলরক্ষক।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে টাইব্রেকারের বিষয়টি মাথায় রেখে এতক্ষণ পোস্ট আগলে রাখা পাপ্পুকে তুলে শামীম হোসেনকে নামান আবাহনী কোচ। টাইব্রেকারে দুটি শট আটকে দলের জয়ের নায়কদের একজন শামীম।
কিংস অ্যারেনায় রোববার প্রথম কোয়ার্টার-ফাইনালে পুলিশ এফসিকে ২-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।