গত অক্টোবরে মন্ত্রী জেগাল্দ দাগমানা দাবি করেন, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে ‘সম্পর্ক’ আছে বেনজেমার।
Published : 17 Jan 2024, 04:46 PM
অভিযোগ উড়িয়ে দেওয়ার সময় বলেছিলেন, আইনী ব্যবস্থা নেবেন করিম বেনজেমা। সেই পথেই হেঁটেছেন ফরাসি ফরোয়ার্ড। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী জেগাল্দ দাগমানার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি।
গত অক্টোবরে দাগমানার আপত্তিকর এক মন্তব্য নিয়ে আলোচনার ঝড় ওঠে। ওই রাজনীতিবিদ অভিযোগ করেন, ইসলামপন্থি গ্রুপ মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক আছে বেনজেমার। বিষয়টি পুরোপুরি ‘মিথ্যা দাবি করে’ মন্ত্রীর এমন মন্তব্য তারকা এই ফুটবলারের ‘সম্মানহানি করেছে’, বলেন তার আইনজীবি।
আজ থেকে আট দশক আগে মিশরে শুরু হয় মুসলিম ব্রাদারহুডের যাত্রা। অবশ্য মিশর, রাশিয়া, সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে এই গ্রুপ নিষিদ্ধ। বলা যায়, মুসলিম ব্রাদারহুডের ধারণা থেকেই হামাসসহ অনেক ইসলামিকপন্থি গ্রুপের জন্ম।
ইসরাইলের আগ্রাসনে গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, তার প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে গত অক্টোবরে বেনজেমা এক্সে (সাবেক টুইটারে) লেখেন, “অন্যায়ভাবে চালানো বোমাবর্ষণের শিকার হচ্ছে মানুষ, নারী ও শিশুরাও মুক্তি পাচ্ছে না।”
বর্তমানে গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চলছে, তার শুরুটা হয়েছিল গত ৭ ডিসেম্বর হামাসের হঠাৎ হামলায় ইসরায়েলের প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যুর ঘটনার সূত্র ধরে। বেনজেমার ওই মন্তব্যে নিহত ইসরাইলীদের প্রতি সহমর্মিতা প্রকাশ পায়নি। এরপরই দাগমানা বলেন, “মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যোগসূত্রের জন্য বেশ সুপরিচিত’ বেনজেমা।”
“আমরা হাইড্রার (গ্রিক পুরাণের অনেক মাথার একটি সাপ) বিরুদ্ধে লড়াই করছি, আর সেটা হলো মুসলিম ব্রাদারহুড। কারণ এটাই জিহাদের আবহ তৈরি করেছে।”
রেয়াল মাদ্রিদে সাফল্যে ভরা ১৪টি বছর কাটিয়ে গত জুনে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। দাগমানার ওই অভিযোগের পরপরই তা মিথ্যা দাবি করেন মুসলিম এই ফুটবলার এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
ফরাসি অনেক গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত ৯২ পাতার অভিযোগপত্রে বেনজেমা বলেছেন, “মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার সামান্যতম যোগাযোগও নেই, এমনকি তার জানা এমন কারো সঙ্গেও যোগাযোগ নেই যে কিনা এই গ্রুপটির সদস্য বলে দাবি করে।”
বেনজেমার আইনজীবি উগ্গা বিজিয়ে ফ্রান্সের গণমাধ্যম আরটিএল-কে বলেছেন, এই ফুটবলার ‘রাজনীতির শিকার’ এবং অভিযোগ করেন যে, স্বরাস্ট্র মন্ত্রী ফ্রান্সে ‘বিভাজনের চেষ্টা করছেন।’
এ বিষয়ে এখনও পাল্টা কোনো মন্তব্য করেননি দাগমানা। তিনি অবশ্য এর আগেও অন্য কারণে বেনজেমাকে উদ্দেশ করে বিরূপ মন্তব্য করেছিলেন।