শাখতারের বিপক্ষে লেভানদোভস্কিদের পারফরম্যান্স শাভির কাছে ‘অগ্রহণযোগ্য’

চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হারের পর খেলোয়াড়দের এক হাত নিলেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 10:54 AM
Updated : 8 Nov 2023, 10:54 AM

এক পয়েন্ট পেলেই নিশ্চিত হতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকেট। কিন্তু পয়েন্ট তো দূরে থাক, শাখতার দোনেৎস্কের বিপক্ষে হারের হতাশা সঙ্গী হয়েছে বার্সেলোনার। পুরো ম্যাচে দলের বিবর্ণ পারফরম্যান্সে ভীষণ ক্ষুব্ধ কাতালান দলটির কোচ শাভি এর্নান্দেস। তাদের সবকিছু এখন নতুন করে শুরু করা প্রয়োজন বলে মনে করেছেন তিনি। 

জার্মানির হামবুর্গে মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে হারে বার্সেলোনা। চলতি আসরে টানা তিন জয়ের পর তাদের প্রথম হার এটি। শাখতারের বিপক্ষে ২০০৮ সালের ডিসেম্বরের পর প্রথম হার।

ম্যাচ জুড়েই নিজেদের ছায়া হয়ে ছিল রবের্ত লেভানদোভস্কি, ফেররান তরেস, জোয়াও ফেলেক্সিদের নিয়ে গড়া বার্সেলোনার আক্রমণভাগ। গোলের জন্য লক্ষ্যে স্রেফ একটি শট নিতে পারে লা লিগা চ্যাম্পিয়নরা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে শাভি বলেন, তার বার্সেলোনার দায়িত্বে সবচেয়ে বাজে ম্যাচগুলির একটি এটি।

"আমাদের হার প্রাপ্য ছিল। আমাদের সৎ হতে হবে। আমরা বাজে খেলেছি এবং আমাদের পরিকল্পনার কিছুই বাস্তবায়ন হয়নি। আমাদের পারফরম্যান্সের মাত্রা এই মুহূর্তে খুবই নিচে। আমার দায়িত্বে থাকার দুই বছরের মধ্যে সবচেয়ে বাজে ম্যাচগুলির একটি এটি। আমাদের আত্ম-সমালোচনা করা দরকার।”

“দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স কিছুটা ভালো ছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। এই প্রতিযোগিতায় সেরাটা দিতে হয়, সেই অবস্থায় আমরা ছিলাম না। আমরা ক্ষুব্ধ। আত্মবিশ্বাস কমে গেছে, আমরা কিছুটা বিপর্যয়ের মধ্যে আছি এবং আমাদের নতুন করে শুরু করা দরকার।”

এই ম্যাচের আগে গত শনিবার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষেও ধুঁকতে দেখা যায় বার্সেলোনাকে। শেষ মুহূর্তের গোলে কোনোমতে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে তারা।

ইউক্রেইন যুদ্ধের কারণে শাখতার তাদের ইউরোপিয়ান প্রতিযোগিতার হোম ম্যাচগুলো খেলছে হামবুর্গে। তাদের বিপক্ষে দলের পারফরম্যান্সকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন শাভি।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখনও গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পোর্তো। ৬ পয়েন্ট নিয়ে তিনে শাখতার। রয়াল আন্টওয়ের্প এখনও পয়েন্ট পায়নি।

পরের ম্যাচে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। ওই ম্যাচে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করতে চান শাভি।

"আমাদের পরের ম্যাচ আছে ঘরের মাঠে, পোর্তোর বিপক্ষে। সেখানে আমরা নকআউটের টিকেট নিশ্চিত করতে পারি। আমাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে হবে।”