চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন মার্কাস র্যাশফোর্ড। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ পথচলায় রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। মৌসুমের বাকি অংশের জন্য তাকে একটি লক্ষ্য দিয়েছেন এরিক টেন হাগ। ইংলিশ ফরোয়ার্ডের কাছে তিনি চেয়েছেন ৩৫ গোল।
প্রিমিয়ার লিগে গত বুধবার ইউনাইটড ও লিডস ইউনাইটেডের ২-২ ড্র হওয়া ম্যাচে একবার জালের দেখা পান র্যাশফোর্ড। লিগে এটি ছিল তার একাদশ।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৩ ম্যাচে ২০ গোল করেছেন র্যাশফোর্ড। বিশ্বকাপ বিরতির পর ১৪ ম্যাচে ১২ বার জালের দেখা পেয়েছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
২০১৯-২০ মৌসুমে সব মিলিয়ে ২২টি গোল করেছিলেন র্যাশফোর্ড, যা পেশাদার ক্যারিয়ারে এক মৌসুমে এখন পর্যন্ত তার সর্বোচ্চ গোল। সেই রেকর্ড ভাঙার দুয়ারেই আছেন তিনি।
ক্লাবের ওয়েবসাইটে গত শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে এই ফরোয়ার্ডকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন টেন হাগ। ইউনাইটেড কোচের মতে, এভাবে খেলতে পারলে মৌসুম শেষে ৩০ গোলের বেশিই করবেন র্যাশফোর্ড।
“আমার মনে আছে মৌসুমের শুরুতে আমি প্রশ্ন করছিলাম, সে (এই মৌসুমে) ২০ গোল করতে পারবে কিনা। সে এখন তা করে দেখিয়েছে, সে ২০ গোল করেছে, কিন্তু এখন এটি আরও গোল করার সময়।”
“তাকে ৩০ বা ৩৫ গোল করার জন্য নিজেকে চ্যালেঞ্জ করতে হবে, কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে পরবর্তী গোলের জন্য। যদি সেই মনোযোগ তার থাকে, তাহলে আমরা দেখতে পাব যে, সে কোথায় শেষ করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা একটি দল হিসেবে জিতব।”
লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে টেন হাগের দল। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনাইটেড।
২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৭ নম্বর স্থানে লিডস ইউনাইটেড।