বর্তমানে যে স্কোয়াড আছে তা নিয়েই সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ।
Published : 29 Jul 2023, 04:02 PM
রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপের যোগ দেওয়া নিয়ে প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন খবর। স্বাভাবিকভাবেই দলটির কোচ কার্লো আনচেলত্তির কাছে জানতে চাওয়া হচ্ছে বিষয়টি নিয়ে। বরাবরই তা এড়িয়ে গেলেও এই ইতালিয়ান বলেছেন, প্রশ্নটি তার জন্য বিরক্তিকর নয় মোটেও।
গত গ্রীষ্ম থেকেই চলছে এই ফরাসি তারকাকে রিয়ালের দলে টানার প্রচেষ্টা। সেবার খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয় তারা। দুই বছরের জন্য পিএসজিতেই চুক্তি করেন এমবাপে। তবে সেটি নবায়ন করতে রাজি না হওয়ায় প্রবল সম্ভাবনা জেগেছে চলতি গ্রীষ্মেই তার ক্লাব ছাড়ার।
বিভিন্ন সময়ে কয়েকটি ক্লাবের নাম এলেও এখন পর্যন্ত এমবাপেকে দলে টানার লড়াইয়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে রিয়ালের নামই। গুঞ্জন রয়েছে, আগামী মৌসুমে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে স্প্যানিশ ক্লাবটিতে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড যোগ দিতে সম্মত হয়েছেন। তবে চুক্তির মেয়াদ না বাড়ালে পিএসজি তাকে ছেড়ে দিতে চায় এই মৌসুমেই।
যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে আনচেলত্তির প্রতিটি সংবাদ সম্মেলনে উঠে আসছে এমবাপের প্রসঙ্গ। বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায় তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও অভিজ্ঞ এই কোচকে প্রশ্ন করা হয় ২৪ বছর বয়সী এমবাপেকে নিয়ে।
রিয়ালকে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো আনচেলত্তি বলেন, বর্তমানে যে স্কোয়াড রয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট তারা।
“এমবাপেকে নিয়ে আমাকে প্রশ্ন করলে আমি তাতে বিরক্ত হই না…আমি স্রেফ উত্তর দেব না। মৌসুমের মাঝে আমাদের ধারাবাহিকতা থাকতে হবে, আমরা কী করতে যাচ্ছি এখন তা নিয়ে কথা বলার সময় নয়। আমরা এখনও শতভাগ জানি না যে, আমরা কী করব। সামনের মৌসুমে জন্য আমাদের সঠিক মনোভাব, নিবেদন থাকা দরকার…”
“দল হিসেবে আমরা পরিপূর্ণ এবং তা যথেষ্ট। আক্রমণে তারা ভালো করছে। ব্রাহিম এবং হোসেলু দেখিয়েছে যে তারা আক্রমণে অবদান রাখতে পারে।”
ধারের মেয়াদ শেষে এসি মিলান থেকে চলতি দলবদলে রিয়ালে ফিরেছেন ফরোয়ার্ড ব্রাহিম। আর এস্পানিওল থেকে এক মৌসুমের জন্য ধারে স্পেনের সফলতম ক্লাবটিতে যোগ দিয়েছেন ফরোয়ার্ড হোসেলু।