বাংলাদেশ সফরে আসছে ‘মারাদোনার শেষ ক্লাব’ হিমনেসিয়া

বাংলাদেশ সফরে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনার দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2023, 09:00 AM
Updated : 25 Feb 2023, 09:00 AM

অসীমে পাড়ি জমানোর আগে যে ক্লাবটির কোচের দায়িত্ব সবশেষ পালন করেছিলেন দিয়েগো মারাদোনা, সেই হিমনেসিয়া দি লা প্লাতা বাংলাদেশে আসছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে।

ক্লাবটির সেক্রেটারি ফয়জুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন হিমনেসিয়ার ঢাকায় খেলার বিষয়টি।

“আগামী সেপ্টেম্বরে হিমনেশিয়া বাংলাদেশে আসতে রাজি হয়েছে, যেহেতু আগামী জুন-জুলাইয়ে ওদের লিগের খেলা শেষ হবে। সফরে ওরা আমাদের সঙ্গে দুটি ম্যাচ খেলবে।”

দুটি ম্যাচই হবে বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায়।

২০২০ সালের নভেম্বরে সবাকে কাঁদিয়ে অসীমে যাত্রা করেন মারাদোনা। আর্জেন্টিনাকে একক নৈপুণ্যে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি সবশেষ হিমনেসিয়ার কোচ ছিলেন।

চলতি লিগের পয়েন্ট টেবিলে শেখ জামালের অবস্থা অবশ্য ভালো নয়। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে লিগ জেতা দলটি। হিমনেসিয়াকে এনে নিজেদের দলকে তো বটেই, দেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চারের উদ্দেশ্য বলেও জানালেন ফয়জুর।

“আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন, তো সেই দেশের একটি দল বাংলাদেশ সফরে এলে আমাদের ফুটবলে একটা ইতিবাচক প্রভাব পড়বে। সামনের পথচলায় আমাদের স্থানীয় খেলোয়াড়দের ভীষণভাবে উদ্বুদ্ধ করা আমাদের মূল উদ্দেশ্য।”

“ওদের বিপক্ষে ম্যাচ খেললে আমাদের শেখ জামালের খেলোয়াড়রাও লিগের বাকি অংশে এবং সামনের দিনগুলোতে ভালো করতে অনুপ্রাণিত হবে।”