দারুণ ছন্দে থাকা সাদিও মানে গোল করার পাশাপাশি দুই সতীর্থের গোলে অবদান রেখেছেন।
Published : 30 Oct 2022, 01:21 AM
ছয় মাস আগে যে মাইন্সের মাঠে ধরাশায়ী হতে হয়েছিল, এবার তাদেরকে গুঁড়িয়ে দিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল বায়ার্ন মিউনিখ। বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে জালের দেখা পেলেন ৬ জন।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচে ৬-২ গোলে জিতেছে স্বাগতিকরা।
একটি গোল করার পাশাপাশি দুই সতীর্থের গোলে অবদান রেখেছেন সাদিও মানে। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা আরেক ফরোয়ার্ড সের্গে জিনাব্রিও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তাদের বাকি চার গোলদাতা জামাল মুসিয়ালা, লেয়ন গোরেটস্কা, মাথিস তেল ও এরিক মাক্সিম চুপো-মোটিং।
ম্যাচের পঞ্চম মিনিটে জার্মান ফরোয়ার্ড জিনাব্রি দলকে এগিয়ে নেন। ২৮তম মিনিটে মুসিয়ালা এবং ৪৩তম মিনিটে মানের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।
বিরতির ঠিক আগে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেয় গত এপ্রিলে বায়ার্নকে ৩-১ গোলে হারানো মাইন্স। গোলটি করেন সুইস ডিফেন্ডার সিলভান।
বিরতির পরও আধিপত্য ধরে রাখে বায়ার্ন। ৫৮তম গোরেটস্কার গোলের পর ৭৯তম মিনিটে জালের দেখা পান ১৭ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড তেল। দুই মিনিট আগেই মানের বদলি নামেন তিনি।
৮২তম মিনিটে মাইন্সের দ্বিতীয় গোলটি করেন ডেনিশ ফরোয়ার্ড মার্কুস ইনভার্টসেন। চার মিনিট পর তাদের জালে শেষ গোলটি করেন চুপো মোটিং।
স্কোরলাইন হতে পারত আরও বড়। মানে একটি পেনাল্টি শট মিস করেন। এছাড়া তাদের দুটি প্রচেষ্টা পোস্ট ও ক্রসবারে লাগে। অবশ্য সফরকারীরাও একটি স্পট কিকে গোল করতে ব্যর্থ হয়।
১২ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ২৫। এক ম্যাচ কম খেলা ইউনিয়ন বার্লিন ২৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে।