বাংলাদেশ প্রিমিয়ার লিগ
টানা চার জয়ে প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করল আলফাজ আহমেদের দল।
Published : 20 Dec 2024, 04:56 PM
প্রথমার্ধের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিল প্রিমিয়ার লিগে দুরন্ত গতিতে ছুটে চলা মোহামেডান। বিরতির আগে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিল পুলিশ এফসি; কিন্তু পূর্ণতা দিতে পারল না তারা। টানা চার জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল সাদাকালো জার্সিধারীরা।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শুক্রবার পুলিশকে ৩-১ গোলে হারায় মোহামেডান। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে আলফাজ আহমেদের দল। অন্যদিকে, পুলিশ পেল দ্বিতীয় হারের তেতো স্বাদ।
হার দিয়ে লিগ শুরুর পর টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে পুলিশ চোখে চোখ রেখে লড়তে থাকে মোহামেডানের বিপক্ষে। তাদের রক্ষণে চিড় ধরে ৩১তম মিনিটে। মোজাফ্ফর মোজাফ্ফরভের কর্নারে অনেকটা লাফিয়ে হেড করেন এমানুয়েল টনি। ঝাঁপিয়ে পড়েও দূরের পোস্ট দিয়ে বলের জাল খুঁজে নেওয়া আটকাতে পারেননি গোলরক্ষক রাকিবুল হাসান তুষার।
৩৯তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রিয়াদুল হাসান রাফির আড়াআড়ি ক্রসে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে স্লাইড করেন এমানুয়েল সানডে, এবারও পরাস্ত পুলিশ গোলরক্ষক।
প্রথমার্ধের যোগ করা সময়ে আল আমিনের একক প্রচেষ্টার গোলে ম্যাচে ফেরে পুলিশ। এমানুয়েল টনিকে কাটিয়ে বাকি ডিফেন্ডারদের গতি দিয়ে ছিটকে দিয়ে ডান দিক দিয়ে এক ছুটে বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন আল আমিন।
দ্বিতীয়ার্ধে পুলিশের খেলায় ধার কমে। সেই সুযোগে ৭১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় মোহামেডান। সতীর্থের সাথে একবার বল দেওয়া নেওয়া করে মোজাফ্ফরভ লম্বা করে বাড়ান। অফসাইডের ফাঁদ ভেঙে টোকায় বাকি কাজ সারেন অধিনায়ক সুলেমানে দিয়াবাতে।
এই গোলে অবশ্য দায় আছে পুলিশ গোলরক্ষকের; দিয়াবাতে বলের নাগাল পাওয়ার আগেই তুষার সুযোগ পেয়েছিলেন ক্লিয়ার করার, কিন্তু তালগোল পাকিয়ে ফেলেন তিনি।
লিগের সর্বোচ্চ গোলদাতার টেবিলে লড়াই চলছে আল আমিন ও দিয়াবাতের মধ্যে। দুজনের গোল এ মুহূর্তে ৫টি করে।