স্প্যানিশ ফুটবল
দানি ওলমো ও পাউ ভিক্তর আপাতত খেলার অনুমতি পাওয়ায় খুশি কোচ হান্সি ফ্লিকসহ কাতালান ক্লাবটির সবাই।
Published : 09 Jan 2025, 04:36 PM
আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিয়ে সুসংবাদ পাওয়ায় আরও উজ্জীবিত হয়ে উঠেছিল বার্সেলোনা। ম্যাচেও এর প্রমাণ মেলে। পরে কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক বললেন, এই দুইজনের জন্য ম্যাচটি জিততে মরিয়া ছিল তারা।
সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমি-ফাইনালে বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। দুই অর্ধে একটি করে গোল করেন গাভি ও লামিনে ইয়ামাল।
চলতি মৌসুমের দ্বিতীয় ভাগে ওলমো ও ভিক্তরকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল বার্সেলোনা। গত গ্রীষ্মের দলবদলে এই দুজনকে দলে টানে তারা। কিন্তু লা লিগার ব্যয়ের সীমা বিবেচনায় শুধুমাত্র ২০২৪-২৫ মৌসুমের প্রথম ভাগের জন্য তাদের নিবন্ধন করাতে পেরেছিল কাতালান দলটি।
পুরো মৌসুমের জন্য তাদেরকে পেতে মামলা লড়ছে বার্সেলোনা। লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে বার্সেলোনার মামলা বিশ্লেষণ প্রক্রিয়া চলমান থাকায় এই দুজনকে অস্থায়ী নিবন্ধনের অনুমতি দিয়েছে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত।
স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) বুধবার জানায়, মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত খেলার জন্য ওলমো ও ভিক্তরকে পাবে বার্সেলোনা। দারুণ সংবাদটি বিলবাও ম্যাচের জন্য বাসে করে স্টেডিয়ামে যাওয়ার সময় পায় স্প্যানিশ ক্লাবটি।
ম্যাচটি শুরুর আগে মুভিস্টারকে ফ্লিক বলেন, “এখন আমাদের এই ম্যাচ জেতার আরও একটি কারণ তৈরি হয়েছে।”
বিলবাওকে হারিয়ে প্রতিযোগিতাটির ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে রেয়াল মাদ্রিদ কিংবা মায়োর্কাকে। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ওলমো ও ভিক্তরকে পেতে আপাতত বাধা নেই বার্সেলোনার।
বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ওলমো ও ভিক্তরের খেলা নিয়ে আপাতত জটিলতা কেটে যাওয়া দলের জন্য দারুণ খবর।
“আমি মনে করি, ম্যাচের আগে এটা আমাদের জন্য ভালো বার্তা ছিল। আমরা একটি দল এবং আমরা দানি ওলমো ও পাউ ভিক্তরের জন্য জিততে চেয়েছিলাম, দলের জন্যও।”
“অবশ্যই এই দুই খেলোয়াড়ের জন্য আমি খুশি। সব মিলিয়ে পুরো দলের জন্য আমি খুশি। অতীতে কী হয়েছে, সেটা নিয়ে কথা বলতে চাই না। আমাদের এগিয়ে যেতে হবে এবং আশা করি, এটি ভবিষ্যতে আমাদের উপকার করবে।”
গোল করে ওলমোর মতো ঘড়ি দেখার ভঙ্গি করে উদযাপন করেন গাভি। গোলটি তিনি ওলমোকে উৎসর্গ করেছেন।
“আমি তাকে (ওলমো) আগেই বলেছিলাম, গোল করলে আমি এটা (ওলমোর মতো উদযাপন) করব এবং আমি এটা তাকে উৎসর্গ করেছি। দানি ও পাউ দুজনই আমাদের অনেক সহায়তা করে এবং আমরা সবাই খুশি কারণ, তারা এখন খেলতে পারবে।”
অ্যাঙ্কেলের চোট কাটিয়ে তিন সপ্তাহ পর মাঠে ফিরেই গোল করে দলের জয়ে অবদান রাখেন ইয়ামাল। ওলমো ও ভিক্তরের খেলার অনুমতি পাওয়ায় ভীষণ খুশি ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারও।
“তারা খেলতে পারবে, এজন্য আমরা অনেক খুশি। আশা করি, ফাইনালে তারা আমাদের সঙ্গে থাকবে।”