কোপা দেল রে
ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা এবং রেয়াল মাদ্রিদ ও রেয়াল সোসিয়েদাদ।
Published : 12 Feb 2025, 07:14 PM
কোপা দেল রের সেমি-ফাইনালে দারুণ ছন্দে থাকা আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। শেষ চারের আরেক ম্যাচে রেয়াল মাদ্রিদ খেলবে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার শেষ ধাপের ড্র অনুষ্ঠিত হয় বুধবার। বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ আলাদা দুই প্রতিপক্ষ পাওয়ায়, শিরোপা লড়াইয়ে দেখা হতে পারে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর।
টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত প্রতিটি লড়াই হয়েছে এক লেগের। তবে সেমি-ফাইনাল হবে দুই লেগের।
চলতি মাসের শেষদিকে প্রথম লেগে ঘরের মাঠে আতলেতিকোর মুখোমুখি বার্সেলোনা এবং এপ্রিলের শুরুতে ফিরতি লেগ খেলতে মাদ্রিদে যাবে হান্সি ফ্লিকের দল।
ফলে এক মাসের একটু বেশি সময়ের মধ্যে দল দুটি তিনবার মুখোমুখি হবে। ওই দুই লড়াইয়ের মাঝে আগামী ১৬ মার্চ লা লিগাতেও আতলেতিকোর মাঠে খেলতে যাবে লেভানদোভস্কিরা।
চলতি মৌসুমে এ পর্যন্ত একবার দেখা হয়েছে দল দুটির; গত ডিসেম্বরে লা লিগার সেই ম্যাচে বার্সেলোনার মাঠে ২-১ গোলে জিতেছিল দিয়েগো সিমেওনের দল।
আর রেয়াল ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই সোসিয়োদাদের মাঠে খেলবে প্রথম লেগ এবং এপ্রিলের শুরুতে ফিরতি লেগ খেলবে নিজেদের আঙিনায়।
চলতি মৌসুমের লা লিগায় এই দুটি দলও এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। গত সেপ্টেম্বরে সোসিয়েদাদের মাঠে সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল রেয়াল।
২০১৪ সালের পর, এবারই প্রথম লিগের পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল কোপা দেল রের সেমি-ফাইনালে উঠেছে। টেবিলে এই দলগুলোর মধ্যে ব্যবধান মাত্র ২ পয়েন্টের।
২৩ রাউন্ড শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল। ৪৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে এবং ৪৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে।
তাদের চেয়ে অনেকটাই পিছিয়ে সোসিয়েদাদ, ৩১ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।