জাপানের দলটিতে চার মাসের অধ্যায়ে একটি ম্যাচই কেবল খেলতে পারেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
Published : 06 Jan 2024, 07:52 PM
হুয়ান মাতার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভিসেল কোবে। ফলে চার মাসেই শেষ হয়ে গেছে ৩৫ বছর বয়সী ফুটবলারের জাপান অধ্যায়। প্রথমবারের মতো দলটির জাপানিজ লিগ জয়ের অংশ হতে পেরে উচ্ছ্বসিত স্পেনের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
মৌসুমের মাঝপথে গত সেপ্টেম্বরে চার মাসের চুক্তিতে ভিসেল কোবেতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির সাবেক ফুটবলার মাতা। প্রথমবার ক্লাবটির জে লিগ জয়ী দলের অংশ ছিলেন তিনি। যদিও দলটির হয়ে খেলতে পারেন কেবল লিগের একটি ম্যাচই।
ভিসেল কোবে শনিবার বিবৃতি দিয়ে মাতার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানায়। দলটিতে ছোট্ট অধ্যায়ে বড় স্মৃতি নিয়ে ফেরার তৃপ্তি মাতার।
“প্রথমবার লিগ জয়ী ক্লাবের ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমি খুবই খুশি। আমরা একসঙ্গে যে স্মৃতি তৈরি করেছি, তা কখনই ভুলব না।”
২০১২ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা মাতা পরে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডে তিনি কাটান আট মৌসুম। এরপর তুরস্কের ক্লাব গালাতাসারাই হয়ে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যোগ দিয়েছিলেন ভিসেল কোবেতে।