নিজেদের শেষ দুই ম্যাচে জিতলে চ্যাম্পিয়ন হবে বরুশিয়া ডর্টমুন্ড।
Published : 21 May 2023, 01:39 AM
শিরোপাভাগ্য নিজেদের হাতে রাখতে পারল না বায়ার্ন মিউনিখ। বুন্ডেসলিগার টানা ১০ বারের চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে হারিয়ে লড়াই জমিয়ে দিল লাইপজিগ।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচে প্রথম দিকে এগিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে পথ হারায় স্বাগতিকরা। তিন গোল খেয়ে হেরে যায় ৩-১ ব্যবধানে।
এই হারের পরও অবশ্য লিগ টেবিলে আপাতত শীর্ষেই আছে বায়ার্ন; ৩৩ মাচে ২০ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।
নিজেদের শেষ দুই ম্যাচে জিতলে চ্যাম্পিয়ন হবে বরুশিয়া ডর্টমুন্ড। রোববার আউক্সবুর্কের মাঠে খেলতে নামবে তারা।
ম্যাচের ২৫তম মিনিটে সের্গে জিনাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। এই নিয়ে সবশেষ চার ম্যাচে তার গোল হলো পাঁচটি।
কিন্তু এরপর চাপ ধরে রাখতে পারেনি বায়ার্ন। উল্টো নিজেরাই পড়ে যায় চাপে। সেই সুযোগে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে লাইপজিগ। তবে গোলরক্ষক ইয়ান সমেরে দৃঢ়তায় এগিয়ে থেকেই বিরতিতে যায় বাভারিয়ানরা।
দ্বিতীয়ার্ধে বায়ার্নকে আরও চেপে ধরে লাইপজিগ। ৬৪তম মিনিটে কনরাড লাইমারের লক্ষ্যভেদে সমতায় ফেরে দলটি।
এরপর ১০ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল খেয়ে বসে বায়ার্ন। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ৭৬তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু ও ডমিনিক সোবোসলাই স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে।
মিউনিখে এই প্রথম জয়ের স্বাদ পেল লাইপজিগ। তাতে বুন্ডেসলিগায় তৃতীয় হওয়ার পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গাও পাকা হয়ে গেল দলটির।
৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট তাদের।