ফাইনালের প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছেন রামহিম লিয়ান বম।
Published : 28 Jul 2023, 08:54 PM
জাতীয় টেবিল টেনিসের বালক এককে দাপুটে জয়ে সেরা হয়েছেন রামহিম লিয়ান বম। বালিকা এককেও হয়নি জমজমাট লড়াই; সহজ জয়েই সেরার মুকুট জিতেছেন খৈ খৈ।
চট্টগ্রামের রাইফেলস ক্লাবে শুক্রবার অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া বালক এককের ফাইনালে রামহিম ৪-০ ব্যবধানে হারান রাজশাহীর নাফিস ইকবালকে। প্রথম দুটি সেট ১১-৮, ১১-৮ এবং পরের দুটি সেট ১১-৬, ১১-৬ ব্যবধানে জেতেন রামহিম।
বালিকা এককের ফাইনালে আনসারের সামান্থা হোসেন তুশীকে ৪-১ ব্যবধানে হারিয়েছেন চট্টগ্রামের খৈ খৈ। প্রথম সেট তিনি ১১-৭ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট হেরে যান ১১ - ৮ ব্যবধানে। কিন্তু পরের তিনটি সেট জিতে শেষ হাসি হাসেন খৈ খৈ।
এদিকে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে চট্টগ্রামের রামহিম-ঐশী এবং হৃদয়-খৈ খৈ জুটি।
প্রথম সেমি-ফাইনালে রামহিম ও ঐশী জুটি ৩-১ সেটে হারান সজীব ও মৌ জুটিকে। দ্বিতীয় সেমি-ফাইনালে হৃদয় ও খৈ খৈ জুটি ৩-০ ব্যবধানে জিতেন জাভেদ ও সোমা জুটির বিপক্ষে।