আন্তর্জাতিক ফুটবল
হারিকেন মিল্টনকে ঘিরে নানান শঙ্কা জাগায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগের দিন ভেনেজুয়েলায় পৌঁছাল আর্জেন্টিনা ফুটবল দল।
Published : 10 Oct 2024, 04:15 PM
কেটেছে শঙ্কার মেঘ। নির্ধারিত সূচিতেই হবে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। প্রকৃতির চোখরাঙানি ছাপিয়ে ম্যাচের আগের দিন ভেন্যুর শহরে পৌঁছেছেন লিওনেল মেসি, রদ্রিগো দে পলরা।
হারিকেন মিল্টন আঘাত হানার শঙ্কা থাকায় ভেনেজুয়েলা যাত্রায় কিছুটা পরিবর্তন আনতে হয় লিওনেল স্কালোনির দলকে। তাই অনুশীলনের জন্য বেছে নেওয়া ইন্টার মায়ামি ক্লাবে এক দিন বেশি কাটাতে হয় তাদের।
পরিবর্তিত সূচিতে স্থানীয় সময় বুধবার দুপুরে মায়ামি ছেড়ে ভেনেজুয়েলার উদ্দেশে রওনা হন মেসিরা। কানাডায় সংক্ষিপ্ত ট্রানজিট শেষে স্থানীয় সময় বুধবার রাত ১১টায় মাতুরিন পৌঁছায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
হারিকেন মিল্টনের প্রভাবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি এক দিন পিছিয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছিল। তবে আপাতত তেমন কিছুর প্রয়োজন পড়ছে না।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্য রাত ৩টায়) শুরু হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা লড়াই। এর পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবেন মেসিরা।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া ভেনেজুয়েলার অবস্থান ষষ্ঠ।