স্প্যানিশ ফুটবল
মৌসুমের বাকি অংশে এই দুজনের খেলা চালিয়ে যাওয়ার বার্সেলোনার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
Published : 04 Jan 2025, 08:59 PM
চলতি মৌসুমের শেষ পর্যন্ত দানি ওলমো ও পাউ ভিক্তরের নিবন্ধন বাড়ানোর জন্য বার্সেলোনার আবেদন প্রত্যাখ্যান করেছে লা লিগা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ফলে মৌসুমের দ্বিতীয় ভাগে খেলতে পারবেন না এই দুজন।
গত বছর স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে অবদান রাখা ২৬ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড ওলমো এই মৌসুমে বার্সেলোনারও অবিচ্ছেদ্য অংশ। আরেক স্প্যানিশ ফরোয়ার্ড ২৩ বছর বয়সী ভিক্তরকে বেশিরভাগ সময় খেলানো হয় বদলি হিসেবে।
সাড়ে পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে গত গ্রীষ্মের দলবদলে লাইপজিগ থেকে ওলমোকে দলে টানে বার্সেলোনা। লা লিগার ব্যয়ের সীমা বিবেচনায় শুধুমাত্র ২০২৪-২৫ মৌসুমের প্রথম ভাগের জন্য তাকে নিবন্ধন করাতে পেরেছিল কাতালান দলটি।
মৌসুমের বাকি সময়ে নিবন্ধনের জন্য ক্লাবটির আবেদন গত মাসে খারিজ করে দেয় বার্সেলোনা দুটি আদালত। তখন লিগ কর্তৃপক্ষ বলেছিল, প্রয়োজনীয় পূর্বশর্ত পূরণ করা হয়নি বলে ওলমোর নিবন্ধন প্রত্যাখ্যান করেছে আদালত।
লা লিগা ও আরএফইএফ শনিবার যৌথ বিবৃতিতে বলেছে, মৌসুমে নিজেদের ব্যয়ের সীমা বাড়ানোর জন্য শুক্রবার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করে বার্সেলোনা, কিন্তু ওলমো ও ভিক্তরের জন্য তা অনেক দেরি হয়ে গেছে, বুধবার তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।
লা লিগা এর আগে বলেছিল, বাড়তি ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে যাতে দীর্ঘমেয়াদী চোট একটি দলকে দুর্বল করে না দেয়, তবে যে খেলোয়াড়দের বেতন সীমা ছাড়িয়ে যায়, তাদের নিবন্ধনের অনুমতি দেওয়ার জন্য নিয়মটি কাজে লাগানো উচিত নয়।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ওলমো ও ভিক্তরকে খেলানোর জন্য স্প্যানিশ সরকারের কাছে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছে বার্সেলোনা। বার্সেলোনার পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লা লিগার পয়েন্ট তালিকায় এখন তিনে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
কোপা দেল রের শেষ বত্রিশে শনিবার চতুর্থ বিভাগের দল বার্বাস্ত্রোর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল।