লা লিগা
লা লিগায় রানার্সআপ হতে আর কোনো ভুল করতে চায় না শাভি এর্নান্দেসের দল।
Published : 14 May 2024, 03:18 PM
শিরোপা ধরে রাখতে না পারা বার্সেলোনা এখন লড়ছে দ্বিতীয় স্থানে থাকা নিয়ে। তাদেরকে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জ জানাচ্ছে চলতি মৌসুমে চমক দেখানো জিরোনা। দুই দলের পয়েন্টের ব্যবধান স্রেফ এক। কাতালান ক্লাবটির ফরোয়ার্ড লামিন ইয়ামাল জানিয়েছেন, লিগ রানার্স-আপ হতে পরের তিন ম্যাচেই জিততে চান তারা।
রেয়াল সোসিয়েদাদকে সোমবার ২-০ গোলে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোপা। এরই মধ্যে শিরোপা ঘরে তোলা রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৯০।
লিগে এখনও সবার তিনটি করে রাউন্ড বাকি। তাই এই মুহূর্তে জিরোনা থেকে এগিয়ে থাকলেও মৌসুম শেষ হতে হতে যেকোনো কিছু ঘটতে পারে বলে মনে করছেন ইনিগো মার্তিনেস। স্প্যানিশ এই ডিফেন্ডারের মতে, শেষ রাউন্ড পর্যন্ত চলবে দ্বিতীয় স্থানের এই লড়াই।
“এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। লড়াই শেষ পর্যন্ত চলবে। জিরোনা খুবই শক্তিশালী দল। এটা (দ্বিতীয় স্থানে থাকা) এখন আমাদের হাতে। আমার মনে হয়, দল ভালো অবস্থায় আছে। এই তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে আমরা কিছু ভুল করেছি। দ্বিতীয়ার্ধে আমার মনে হয় ম্যাচের নিয়ন্ত্রণ আরও আগে নিতে পারতাম আমরা।”
বার্সেলোনাকে দ্বিতীয় স্থানে তোলার পথে বড় অবদান রাখেন লামিন ইয়ামাল। ১৬ বছর বয়সী এই ফুটবলের গোলেই সোসিয়েদাদের বিপক্ষে এগিয়ে যায় দলটি। ৩৯তম মিনিটে ইলকাই গিনদোয়ানের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটের চমৎকার ফিনিশিংয়ে তরুণ এই ফরোয়ার্ড বল পাঠান জালে। যোগ করা সময়ে স্পট কিক থেকে দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া।
ম্যাচ শেষে ইয়ামাল বললেন, এই জয়টি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। সামনের ম্যাচগুলোতেও জিততে চান তারা।
“দ্বিতীয় স্থান পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল এটা। আমাদের এটিকে নয় পয়েন্টের সপ্তাহে পরিণত করার চেষ্টা করতে হবে। প্রথমার্ধে রেয়াল খুব ভালো করেছে কিন্তু এরপর আমরা উন্নতি করতে পেরেছি। পুরো দলের মধ্যে দারুণ অনুভূতি ছিল।”
ম্যাচের শুরুতে বার্সেলোনাকে বেশ ভালোই চেপে ধরেছিল সোসিয়েদাদ। নিজেদের গুছিয়ে নিতে একটু সময় লাগলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি কোচ শাভি এর্নান্দেস।
“রেয়ালের (সোসিয়েদাদ) বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। তারা বেশ সংগঠিত, আক্রমণাত্মক, তাদেরকে বিপদে ফেলতে পারবেন না। এই জয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে আমরা ভালো একটা ম্যাচ খেলেছি।”
বার্সেলোনার পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার, আলমেরিয়ার বিপক্ষে। দুই দিন পর তারা খেলবে রায়ো ভাইয়েকানোর সঙ্গে। লিগে তাদের শেষ ম্যাচ সেভিয়ার বিপক্ষে, আগামী ২৫ মে।
শেষ তিন রাউন্ডে জিরোনার প্রতিপক্ষ ভিয়ারেয়াল, ভালেন্সিয়া ও গ্রানাদা।