নেদারল্যান্ডস দলে ৫ নতুন মুখ

দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম ও গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2023, 02:27 PM
Updated : 17 March 2023, 02:27 PM

দ্বিতীয় মেয়াদে নেদারল্যান্ডসের কোচ হওয়ার পর নিজের প্রথম দলে নতুনদের সুযোগ দিলেন রোনাল্ড কুমান। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের স্কোয়াডে ডাক পেলেন পাঁচ নতুন মুখ। 

চলতি মাসের শেষের দিকে বাছাইয়ে ফ্রান্স ও জিব্রাল্টারের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার দল দিয়েছেন কুমান। 

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার লুতশারেল খিরট্রডা, মিডফিল্ডার মাটস ভিফার ও গোলরক্ষক বার্ট ভেরব্রুহেন। স্কোয়াডে আছেন এখনও অভিষেকের অপেক্ষায় থাকা ডিফেন্ডার স্ফেন বটমান ও স্ট্রাইকার ব্রিয়ান ব্রবি। 

দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম। চোটের কারণে গত বিশ্বকাপে খেলতে পারেননি ৩২ বছর বয়সী এই ফুটবলার। পিএসজি থেকে এই মৌসুমে ধারে রোমায় খেলছেন তিনি। 

চমক জাগিয়ে কাতার বিশ্বকাপ দলে ইয়াসপের সিলেসেনকে রাখেননি ডাচদের সেই সময়ের কোচ লুইস ফন খাল। ৩৩ বছর বয়সী গোলরক্ষককে ফেরালেন কুমান।   

এই মেয়াদে ডাচদের ডাগআউটে তার প্রথম ম্যাচটি হবে আগামী শুক্রবার, ফরাসিদের বিপক্ষে। পরবর্তী ম্যাচ আগামী ২৭ মার্চ।