ইংলিশ ফুটবল
ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়ে স্বপ্নপূরণের উচ্ছ্বাসে ভাসছেন ওমার মার্মাউশ।
Published : 23 Jan 2025, 07:07 PM
মাঠের ফুটবলে বাজে সময় কাটানো ম্যানচেস্টার সিটি জানুয়ারির দলবদলে আরও একজন খেলোয়াড় দলে নিল। সাড়ে চার বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে যোগ দিলেন মিশরীয় ফরোয়ার্ড ওমার মার্মাউশ।
জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। চুক্তি হয়েছে ২০২৯ সালের জুন পর্যন্ত।
ট্রান্সফার ফি নিয়ে সিটি কিছু জানায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, অঙ্কটা প্রায় সাত কোটি ইউরো। সঙ্গে আছে অন্যান্য বোনাস।
জানুয়ারির দলবদলে এই নিয়ে তিন জন খেলোয়াড় দলে টানল সিটি। চলতি সপ্তাহেই উজবেকিস্তানের ২০ বছর বয়সী ডিফেন্ডার আব্দুখোদির কুজানভ ও ব্রাজিলের ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার ভিতো হেইসকে দলে নেয় তারা।
২০২৩ সালে ভলফসবুর্ক থেকে ফ্রাঙ্কফুর্টে যোগ দেওয়ার পর দলটির হয়ে ৬৭ ম্যাচে ৩৭টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেছেন মার্মাউশ। সিটিতে যোগ দিয়ে স্বপ্নপূরণের উচ্ছ্বাসে ভাসছেন তিনি।
“গত ১০ বছর ধরে বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার সিটি। এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারা আমার নিজের ও আমার পরিবারের জন্য আনন্দের এবং সম্মানের। তারা খুশি, আমিও খুশি যে, আমার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে।”
এই মৌসুমে বুন্ডেসলিগায় ১৭ ম্যাচে ১৫ গোল করেছেন মার্মাউশ। আসরে তার চেয়ে বেশি গোল আছে কেবল বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইনের, ১৬টি।
জাতীয় দল মিশরের হয়ে মার্মাউশ এখন পর্যন্ত খেলেছেন ৩৫ ম্যাচ, গোল করেছেন ৬টি।
প্রিমিয়ার লিগে এখন পঞ্চম স্থানে আছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে ১২ পয়েন্টে। লিভারপুলের হাতে একটি ম্যাচও বেশি আছে।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের মধ্যে পেপ গুয়ার্দিওলার দল আছে ২৫তম স্থানে। প্রথম পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় আছে তারা।