আন্তর্জাতিক ফুটবল
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলতে রাজি নন হাভিয়ের কাবরেরা।
Published : 16 Nov 2024, 09:43 PM
হারের চোখ রাঙানি উড়িয়ে জয়ের উচ্ছ্বাসে ভেসেছে দল। প্রতিক্রিয়া দিতে এসে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ক্ষোভ উগরে দিলেন। সমালোচনাকারীদের প্রতি উষ্মা প্রকাশ করে বললেন, মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় দেখায় জয়ের বিশ্বাস ছিল তার।
কিংস অ্যারেনায় শনিবার দ্বিতীয় প্রীতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। পিছিয়ে পড়া দলকে দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরান মজিবুর রহমান জনি, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন পাপন সিং।
গত বুধবার প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের হারে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ দল। এবার জিতে সমালোচকদের উপর ক্ষোভ ঝাড়লেন কাবরেরা।
“প্রথম ম্যাচে আমরা যে মনোভাব নিয়ে খেলতে নেমেছিলাম, আমি মনে করি, দ্বিতীয় ম্যাচেও আমাদের মনোভাবে খুব বেশি পার্থক্য ছিল না। পরিকল্পনা, আক্রমণ শাণানোর উপায়-একই ছিল। শুরুতে আমরা একটু ভুগেছি, চাপের মুখে প্রাণশক্তির একটু কমতি ছিল। যেটা প্রথম ম্যাচেও ঘটেছিল। কিন্তু তারপরও আমরা একইভাবে আক্রমণ করেছি।”
“দ্বিতীয়ার্ধে ছেলেরা তাদের জাত চিনিয়েছে। এখানে যারা আছে, তারা কেউ বিশ্বাস করেনি (দল জিতবে), প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল, কিন্তু আমরা সবাই বিশ্বাস করেছিলাম, আমরা জিতব।”
আগের ম্যাচে ফিনিশিংয়ের ব্যর্থতা ঘিরে রেখেছিল বাংলাদেশকে। সেই জন্য হওয়া সমালোচনাও ‘অন্যায়’ বলে মনে করেন কোচ কাবরেরা।
“আপনারা প্রথম ম্যাচে আমাদের চমৎকার ফুটবল দেখেননি? আমার মনে হয়, এই ম্যাচের চেয়ে প্রথম ম্যাচে আমরা আরও বেশি ভালো খেলেছিলাম। আজকের চেয়ে সেদিন বেশি সুযোগ তৈরি করেছিলাম। সেই একই মনোভাব, প্রাণশক্তি, মানসিকতা নিয়েই আমরা নেমেছিলাম, আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়।”
৮ ম্যাচে ৬ হার ও ২ জয় নিয়ে বছর শেষ করল বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ জিতে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ ছিল দলের, কিন্তু সেই চাওয়া পূরণ না হওয়ায় হতাশ কাবরেরাও। তবে বছরের শেষ ম্যাচে জয় পাওয়ার স্বস্তিও অনুভব করছেন এই স্প্যানিশ কোচ।
“অবশ্যই এটা স্বস্তির। প্রথম ম্যাচও আমরা জিততে পারতাম। দলের সবাই জিততে চেয়েছিল। জয়ের প্রয়োজন ছিল আমাদের। আমরা জানতাম, এই ছেলেদের নিয়ে আমরা জিততে পারব।”
তিন বছর ধরে জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা কাবরেরার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবেন বলেও জানালেন কোচ।
“আমি মনে করি, আর একটি জয় (মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ) পেলে আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হত, কিন্তু সেটা হয়নি। এ বছর আমরা ভুটানের বিপক্ষেও হেরেছি; অবশ্যই আমি ফিফা র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকতে না পেরে হতাশ।”
“এখন নতুন সভাপতির সাথে বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। অনেক ভালো পরিকল্পনা আছে, আমার ভবিষ্যৎ নিয়ে এখনই আপনাদেরকে বেশি কিছু বলতে পারছি না।”