স্প্যানিশ ফুটবল
২০২৬ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকবেন ৩২ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার।
Published : 06 Oct 2024, 07:44 PM
হাঁটুর গুরুতর চোটে লম্বা সময়ের জন্য দানি কার্ভাহালের মাঠের বাইরে ছিটকে যাওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই তার চুক্তির মেয়াদ বাড়ানোর খবর দিল রেয়াল মাদ্রিদ। ২০২৬ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকবেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
লা লিগা চ্যাম্পিয়নরা রোববার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানায়, পরিকল্পনা অনুযায়ী কার্ভাহালের চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে ক্লাব।
৩২ বছর বয়সী এই ফুটবলারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো আগামী গ্রীষ্মে।
লা লিগায় শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে দলের ২-০ গোলে জয়ের ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পান কার্ভাহাল। পরে মাঠ ছাড়েন তিনি স্ট্রেচারে করে। পরদিন রেয়াল জানায়, পরীক্ষায় তার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোট ধরা পড়েছে, করাতে হবে অস্ত্রোপচার। এর কয়েক ঘন্টা পরই এলো চুক্তির মেয়াদ বাড়ানোর খবর।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আট থেকে ১০ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রেয়ালের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে।
২০০২ সালে ১০ বছর বয়সে রেয়াল যোগ দেন কার্ভাহাল। বেড়ে ওঠেন রেয়ালের একাডেমিতে। তবে মূল দলে অভিষেকের আগেই ২০১২ সালে পাঁচ বছরের চুক্তিতে তিনি যোগ দেন বায়ার লেভারকুজেনে। যদিও তাকে ফিরিয়ে আনার পথও খোলা রাখে রেয়াল। জার্মানি থেকে এক মৌসুম পরই বের্নাবেউয়ে ফেরেন তিনি।
মাঠের পারফরম্যান্সে সময়ের সঙ্গে হয়ে ওঠেন রেয়ালের কিংবদন্তিদের একজন। এখন পর্যন্ত দলটির হয়ে খেলেছেন ৪২৭ ম্যাচ। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি লা লিগাসহ জিতেছেন মোট ২৬টি শিরোপা।
গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফর্ম করে দলের শিরোপা জয়ে অবদান রাখেন কার্ভাহাল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেন তিনিই। জেতেন ম্যাচ-সেরার পুরস্কার।
পরে স্পেনের হয়ে ইউরো জয়েও তিনি রাখেন বড় অবদান। জায়গা করে নেন ব্যালন দ’র জয়ের লড়াইয়ে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়।