কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়ে কান্না করেছিলেন আর্জেন্টাইন জাদুকর, পরে তা রূপ নিয়েছে আরেকটি শিরোপার হাসিতে।
Published : 17 Jul 2024, 10:14 AM
ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছিলেন, অন্তত দুটি ম্যাচে লিওনেল মেসিকে পাবেন না তারা। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, তার চোটের অবস্থা আরেকটু গুরুতর। তাই কোনো সুনির্দিষ্ট সময় জানানো হয়নি ফেরার। আপাতত বলা যায়, অনির্দিষ্টকালের জন্য ছিটকে পড়েছেন আর্জেন্টাইন জাদুকর।
গত রোববার কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে যান মেসি। ডাগআউটে বসে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। সংবাদমাধ্যমের বিভিন্ন ছবিতে দেখা যায়, বেশ বাজেভাবে ফুলে গেছে তার ডান অ্যাঙ্কেল।
শেষ পর্যন্ত অবশ্য তার সেই হতাশা রূপ নেয় শিরোপার হাসিতে। অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেসের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। সতীর্থদের নিয়ে উল্লাস-উদযাপনে মেতে ওঠেন মেসিও।
জাতীয় দলের সফল অভিযান শেষে এবার ক্লাব ফুটবলে ফেরার পালা। এই সপ্তাহেই দুটি ম্যাচ আছে ইন্টার মায়ামির। কোচ মার্তিনো মঙ্গলবার বলেছিলেন, এই দুটি ম্যাচে মেসিকে পাওয়া যাচ্ছে না নিশ্চিতভাবেই। চোটের অবস্থা আরও পরীক্ষা করার কথাও বলেছিলেন তিনি।
সেই পরীক্ষার পর বিবৃতি দিয়ে মেসির চোটের অবস্থা জানিয়েছে ইন্টার মায়ামি।
“মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন লিও মেসি। অবস্থার পর্যায়ক্রমিক উন্নতি ও মূল্যায়নের মাধ্যমে ঠিক করা হবে, অধিনায়ক কবে মাঠে ফিরবেন।”
যেটির মানে, কয়েক দিন পরপর তার চোটের অবস্থা পরীক্ষা করে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ফেরার ব্যাপারে।
ফাইনালের পর সামাজিম মাধ্যমে মেসি বলেছিলেন, তিনি ভালো আছেন এবং দ্রুত মাঠে ফিরতে মুখিয়ে আছেন। এখন একটু অপেক্ষা তাকে করতেই হচ্ছে।
মেজর লিগ সকারে বুধবার ঘরের মাঠে টরোন্টো এফসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি, শনিবার তাদের প্রতিপক্ষ শিকাগো ফায়ার। লিগস কাপে তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে ২৭ জুলাই।
মেজর লিগের ইস্টার্ন কনফারেন্সে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছে ইন্টার মায়ামি। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এফসি সিনসিনাটি।
লিগে ১২ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ১২টি, গোলে সহায়তা করেছেন ১৩টি।