ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়াকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক শ্লোগান দেওয়ায় এই শাস্তি পেয়েছেন তিনি।
Published : 24 Jun 2024, 01:30 AM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন আলবেনিয়ার মিরলিন্ড ডাকু। নিজ দলের সমর্থকদের সঙ্গে নিয়ে সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়াকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক শ্লোগান দেওয়ায় এই ফরোয়ার্ডকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা।
হামবুর্গে গত বুধবার ক্রোয়েশিয়ার সঙ্গে আলবেনিয়ার ২-২ ড্র ম্যাচের ঘটনা এটি। ম্যাচ শেষে মেগাফোন ব্যবহার করে ওই দুই দেশের বিরুদ্ধে স্লোগান দেন ডাকু। তার সঙ্গে যোগ দেন সমর্থকরাও।
ওই ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। তার শাস্তির কথা রোববার জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
আলবেনিয়ার সমর্থকদের সম্ভাব্য বর্ণবাদী অথবা বৈষম্যমূলক আচরণের তদন্ত চলছে বলেও জানিয়েছে উয়েফা।
দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে আলবেনিয়া। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সোমবার তারা খেলবে স্পেনের বিপক্ষে, যারা ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৩ পয়েন্ট নিয়ে ইতালি দুইয়ে, ১ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া চারে আছে।